হালের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। যেকোন চরিত্রেই নিজেকে মানিয়ে নেন খুব সহজেই। আর সে কা’রণেই বিধবা চরিত্রেও সা’বলীলভাবে অভি’নয় করেছেন তিনি। টানা ছয়’দিন অভিনয় করেছেন ‘নকশি কাঁথার জমিন’ শিরো’নামের ছবিটিতে।
২০১৮-১৯ সালে স’রকারি অ’নুদানও পেয়ে’ছে ছবিটি। আর এই ছবিতেই চরিত্রের প্রয়োজনে বিধবা বেশে অভিনয় করেছেন তিনি। যেখানে জয়ার চরিত্রটির নাম রাহেলা।
গত ২ থেকে ৮ নভেম্বর ছয় দিন হবিগঞ্জ, সৈয়দপুর ও নারায়’ণগঞ্জে শুটিং হয় এটির। ক’থাসাহি’ত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বি’ধবাদের কথা’ অবলম্বনে ‘নকশি কাঁথার জমিন’ ছবিটা নি’র্মিত হয়েছে।
‘বিধবাদের কথা’ উপন্যাসে দুই বি’ধবা বোনের জীবনযাপনের আড়ালে লুকিয়ে আছে বাংলাদেশেরই ইতিহাসের এক র’ক্তঝ’রা অধ্যায়। সেই অ’ধ্যায়গুলো পর্দায় তুলে ধরবেন পরিচালক আকরাম খান। মু’ক্তিযু’দ্ধের ৫০ বছর পূর্তিতে ২০২১ সালের ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।