রাজধানীর ফার্মগেট ফুটওভা’র ব্রিজের নিচে এক নারী ফুটফুটে সন্তান প্রসব করেছেন। আজ মঙ্গলবার দুপুরে ওই নারী প্রসব বেদনায় কাতরাচ্ছেন ঠিক তখনই একজন পথচারী মহিলা সহায়তায় সন্তান প্রসব করেন তিনি।
তার কিছুক্ষণ পরই টিভি’র ক্যামেরাপার্সন জাহিদুল ইস’লামের ক্যামেরায় ধ’রা পরে মা ও নবজাতকের এক অন্য রকম দৃশ্য। সেই দৃশ্য সামাজিক যোগাযোগে শেয়ার করেন জাহিদুল।
সেখানে তিনি লিখেন- এই পথে থাকা মা আর কি সুন্দর ফুটফুটে শি’শুটি। তাদের প্রয়োজন চিকিৎসার। কিন্তু পথে থাকা পরিবারটি চিকিৎসা কিভাবে করাবেন, এজন্য কিছু সহায়তা করতে চাইলাম। কিন্তু শি’শুটির বাবা নিতে চাইলেন না।
তার সন্তান তিনিই দেখবেন কারও সাহায্যে চান না, অনেক বুঝিয়ে তাকে কিছু টাকা দিলাম। ফুটপাতে বসবাস করা এই মানুষগুলোর দিকে বিত্তশীলদের মানবিক হাত বাড়িয়ে দেবার অনুরোধ করেন সাংবাদিক জাহিদুল।