চাঁদপুরে ক’রোনা উ’পসর্গ নি’য়ে মৃ’ত স্ত্রী’কে দা’ফ’নে’র দেড় ঘণ্টা পর স্বা’মীও মা’রা গেছেন। সোমবার শহরের চিত্রলেখা এলাকায় এ ঘ’টনা ঘটে মৃ’ত’রা হলেন- ওই এলাকার রাবেয়া বেগম ও তার স্বামী অব’সপ্রাপ্ত স’রকারি ক’র্মকর্তা মজিবুর রহমান পা’টোয়ারী।
তাদের ছেলে আনোয়ার হাবিব কাজল বলেন, আমা’র মা সোমবার স’ন্ধ্যায় চাঁদপুর শহরের বাসায় মা’রা যান। রাত সাড়ে ৩টায় আ’শিকাটি ইউপির হোসেনপুরে নিজ গ্রামে তাকে দা’ফ’ন করে শহরের বাসায় আসি। এর দেড় ঘণ্টা পর মঙ্গলবার ভোর ৫টায় আমা’র বা’বাও মা’রা যান।
জানা গেছে, মজিবুর রহমানের ছেলে ও নাতি ছয়দিন আগে ক’রোনায় আ’ক্রান্ত হন। সেই থেকে তারা বাসায় নিয়েই চি’কিৎসা নিচ্ছেন।
সদর উপজে’লা স্বা’স্থ্য ক’র্মকর্তা ডা. সাজেদা প’লিন জানান, মৃ’ত’দের ছেলে ও নাতির ক’রোনা প’জি’টিভ আসে ১৩ এপ্রিল। প’রিবারের বাকি সদস্যদেরও কিছু উ’প’স’র্গ ছিল। এ কারণে রোববার তাদেরও ন’মুনা সং’গ্রহ করা হয়। রি’পোর্ট আ’সার আগেই তা’রা মা’রা যা’ন।
তিনি আরো জানান, ক’রো’না’র উপ’সর্গ নি’য়ে মৃ’ত রাবেয়া বে’গমকে স্বা’স্থ্য ম’ন্ত্র’ণালয়ের নি’র্দেশনা অ’নুযায়ী দা’ফ’ন করা হয়েছে। তার স্বা’মী’কেও এ’ক’ইভাবে দা’ফ’নে’র প্র’স্তুতি চলছে।