যু’ক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে সবার ভিতরে উত্তেজনা ছিলো তুঙ্গে। আর সেই উত্তেজনা শেষ হলো গতকাল (৭ নভেম্বর)। যু’ক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। সেই সঙ্গে মা’র্কিন যু’ক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভূত নারী হিসেবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস।
মা’র্কিন যু’ক্তরাষ্ট্রের জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টি রং ছিলো নীল। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির রং ছিলো লাল। যারা এবারের নির্বাচনে হেরেছে।
এদিকে বাংলাদেশের অভিনেত্রী মিথিলা মজা করে একটি কোলাজ ছবি ইস্টাগ্রামে শেয়ার করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, লাল না হয়ে নীল হলো ক্যান?। আর এই লাইনটিও কিন্তু জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণবের ‘হোক কলরব’ গানের একটা অংশ। আর অভিনেত্রীর এমর প্রশ্ন দেখার পরেই তার ভক্তরা রীতিমতো উত্তর দেয়া শুরু করেছেন।
গত বছর বহু আলোচনার পর ৬ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন সৃজিত-মিথিলা। এরপর মধুচন্দ্রিমা সেরেছেন সুইজারল্যান্ডে। চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি সেরেছেন বিয়ের আনুষ্ঠানিকতা।