স্বাস্থ্য দ’প্ত রের আরও প্রায় ১১০০ চিকিৎসক ও কর্মী নিয়োগে উদ্যোগ নিল রাজ্য। ওয়েস্ট বে’ঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের (ডব্লুউবিএইচআরবি) মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
৮৯১ জন শিক্ষক চিকিৎসক (টিউটর/ডেমনস্ট্রেটর), ১০৫ জন সহকারী সুপার, ৬২ জন সহকারী অধ্যাপক, চারজন অধ্যাপক ও সহকারী অধ্যাপক (নন-মেডিক্যাল) এবং সাইকিয়াট্রিক এপিডেমিওলজি বিভাগের জন্য দু’জন শিক্ষক চিকিৎসক নিয়োগ করা হবে।
রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে মেডিসিন, সার্জারি, গাইনি, অর্থো, ইএনটি, আই সহ ৪৮টি বিভাগের জন্য ৮৯১ জন শিক্ষক চিকিৎসক নিয়োগ করা হবে ডব্লুউবিএইচআরবি সূত্রে জানা গেছে।
যোগ্য প্রার্থীরা ৩ থেকে ১০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদনের ফর্ম জমা করবেন। এছাড়াও ২১টি বিভাগের জন্য ৬২ জন সহকারী অধ্যাপকও নিয়োগ করা হবে।