করো’নায় আ’ক্রান্ত হওয়ার পর অভিনেতা জি’য়াউল ফারুক অপূর্বকে গতকাল দিবাগত রাত ১ টার দিকে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতা’লে ভর্তি করা হয়। এরপর শা’রীরিক অবস্থা গুরুতর হলে তাকে মে’ডিসিন ও আ’ইসিইউ বিশেষজ্ঞ ডাঃ মহিউদ্দিন আহমেদের তত্বাবধানে আ’ইসিইউতে রাখা হয়।
বুধবার দুপুরের পর অপূর্বর শা’রীরিক অ’বস্থার উ’ন্নতি হলে তাকে বি’কালে আ’ইসিইউ থেকে কে’বিনে স্থা’নান্তর করা হয়। এখন আগের চেয়ে অনে’কটাই ভালো আছেন তিনি,এম’নটাই জানান চিকিৎসক। নি’র্মাতা নাজমুল রনি বাংলাদেশ জা’র্নালকে বলেন, গতকাল অ’পূর্ব ভা’ইয়ের শারী’রিক অ’বস্থা অনেক গু’রুতর ছিল।
তবে আজকে বিকাল থেকে অনেকটাই ভালো আছেন। সম্পূর্ণ বিশ্রা’মে রয়েছেন এখন। আর চি’কিৎসকরা সা’র্বক্ষণিক সেবা চালিয়ে যাচ্ছেন। কিছুদিন আগেই বা’ন্দরবানে না’টকের শু’টিং শেষ করে ঢা’কায় ফিরেন অপূর্ব।
এরপর সা’গর জাহানের একটি না’টকের শুটিং শেষ ক’রেন। এরপর ‘যদি,কিন্তু…তবুও’ সিনেমার শুটিং চলাকালীন সময়ে অ’সুস্থ বোধ করলে করো’না প’রীক্ষা করান। এরপর করেনা পরী’ক্ষার রে’জাল্ট প’জেটিভ আসে তার।