জনপ্রিয় নাম আজমেরী হক বাঁধন। সুন্দরী প্র’তিযোগিতার মাধ্যমে শো’বিজে পা রাখেন তিনি। এরপর ছো’টপর্দার নিয়মিত মুখ হয়ে ওঠেন। সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব বাঁধন। নিজের ভে’রিফায়েড ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যা’কাউন্টে প্রায়ই ছ’বি পোস্ট করেন তিনি। এই অ’ভিনেত্রীর কিছু ছবি নিয়ে সা’জানো হয়েছে ফ’টো ফি’চার।
২০০৬ সালে লা’ক্স চ্যানেল আই সু’পারস্টার প্র’তিযোগিতায় রা’নারআপ হওয়ার মাধ্যমে প’রিচিতি লাভ করে লা’ইট-ক্যামেরা-অ্যা’কশনের ঝ’লমলে দু’নিয়ায় প’থচলা শু’রু করেন বাঁধন।
একের পর এক নাটক, টে’লিছবি আর বি’জ্ঞাপনের ম’ডেল হয়ে নিজেকে জনপ্রিয় অ’ভিনেত্রী হিসেবে প্র’তিষ্ঠিত করেছেন বাঁ’ধন। সা’বলীল অ’ভিনয় আর গ্ল্যা’মা’রের মু’গ্ধতা ছ’ড়িয়ে জয় করেছেন হা’জারো দ’র্শকের মন।
বাঁ’ধন মু’ন্সীগঞ্জ জে’লার বিক্রমপুরে জন্মগ্রহণ করেছেন। বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে দন্ত বিষয়ে বি.ডি.এস পাস করেছেন তিনি। ২০১০ সালে শিল্পপতী মাশরুর সিদ্দিকী সনেটকে বিয়ে করেছিলেন বাঁধন। ২০১৪ সালে আ’নুষ্ঠানিকভাবে বি’চ্ছেদ হয় তাদের। বাঁধন-সনেট দম্পতির একমাত্র মেয়ে সায়রা।
ডি’ভোর্সের পর মে’য়েকে নিয়েই আছেন বাঁধন। সোশ্যাল মি’ডিয়ায় ‘সিঙেল মাদার’ হিসেবে বেশ জনপ্রিয় তিনি। গত ২৮ অক্টো’বর তারিখে ৩৭ বছর বয়সে পা রেখেছেন বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যা’টাসে এ তথ্য নিজেই জানিয়েছেন। ইনস্টাগ্রামে বাঁধনের ফ’লোয়ার সংখ্যা ১০ লাখের বেশি।