হাই’কোর্টের নির্দেশনা না মেনে ওসি প্রদীপকে পদোন্নতি দেয়া কেন আ’দালত অবমাননার শামিল নয়- তা জানতে চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আ’ইনজী’বী।
স্বরাষ্ট্র সচিব ও আইজিপিসহ চারজনের কাছে এই নোটিশ পাঠিয়েছেন আ’ইনজীবী জুলফিকার আলী জুনু। মঙ্গলবার আ’ইনজী’বী জুলফিকার আলী জুনু বলেন, পেশাগত অসদারচরণের দায়ে ২০০১ সালে টেকনাফ থা’নার তৎকালীন এসআই প্রদীপ কুমা’র দাশকে সাময়িক ব’রখাস্ত করা হয়।
বিভাগীয় মা’মলাও হয় তার বি’রুদ্ধে। এ নিয়ে হাই’কোর্টে একটি রিটও (৪৬৭৭/২০০৬) হয়। কিন্তু সেটা নিষ্পত্তি হওয়ার আগেই প্রদীপকে পরিদর্শক হিসেবে পদোন্নতি দেয়া হয়।
৭২ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব না পেলে হাই’কোর্টে রিট করা হবে বলেও জানান এই আইনজীবী।