জাতীয় ম’সজিদ বায়তুল মো’কাররম এলাকায় সমাবেশ করছে হে’ফাজতে ই’সলাম বাংলাদেশ। ফ্রান্সে ম’হান’বী হ’যরত মু’হাম্মদ (সা)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্র’তিবাদে পূর্বঘো’ষিত এই কর্মসূচি পালন করছে তারা।
আজ সোমবার বেলা ১১টা থেকে হে’ফাজত নেতা-কর্মী-স’মর্থকরা পল্টনের বা’য়তুল মো’কাররমের দক্ষিণ প্লা’জার সামনে সমাবেশ শুরু করে। এর আগে ভোর ৬টা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে তারা এখানে জ’ড়ো হতে শুরু করে।
বেলা ১১টায় বা’য়তুল মো’কাররম ও আ’শপাশের এলাকা জ’নসমুদ্রে পরিণত হয়। এতে বিজয়নগর, প্রেস ক্লাব থেকে পল্টন, গুলিস্তান সড়ক ব’ন্ধ করে দেয়া হয়। আশপাশের এলাকায় প্র’চুর সংখ্যক পু’লিশ মো’তায়েন করা হয়েছে।
সমাবেশে হে’ফাজতের নে’তারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্রা’ন্সের ব’ক্তব্যের বি’রুদ্ধে রা’ষ্ট্রীয়ভাবে নি’ন্দা ও ঘৃ’ণা প্র’স্তাব আনার দাবি জানান। এছাড়া ফ্রা’ন্সের প’ণ্য ব’র্জন এবং বাংলাদেশ থেকে ফ’রাসি দূ’তাবাস ব’ন্ধ করে দে’য়ারও দাবি জানান তারা। সমা’বেশ শে’ষে হে’ফাজত ক’র্মীদের গু’লশানে ফ’রাসি দূ’তাবাস ঘে’রাওয়ের কথা রয়েছে।