ঢাকা বিশ্ব বিদ্যালয়ে সাবেক ডাকসু ভিপি ও ছাত্র অধিকার পরিষদের অন্যতম নেতা নুরুল হক নুর সরকার সমালোচনা করে একটি স্ট্যাটাস দেন, তিনি বলেন… আমা’দের প্রধানমন্ত্রী অত্যন্ত ধার্মিক মানুষ আওয়ামীলীগের নেতা-কর্মীরা প্রায়ই বলে থাকেন।
এমনকি প্রধানমন্ত্রীও বলেছেন, সরকার পবিত্র কোরআন এবং সুন্নাহ বি’রোধী কোনো আইন পাশ করবে না। মদিনা সনদ ও মহানবী (সাঃ) এর বিদায় হজের ভাষনের নির্দেশনা অনুযায়ী দেশ চলবে।
প্রধানমন্ত্রীর কথায়ও ধর্মের প্রতি তার আনুগত্য বোঝা যায়। সরকার দলীয় এমপি জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুূদ স্বপন প্রধানমন্ত্রীকে হযরত উপাধিতে ভূষিত করেছেন। হেফাজতের একাংশ তাকে ‘ কওমী জননী ‘ উপাধি দিয়েছেন। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীও বলেছেন,
সকালে ঘুম থেকে উঠে তিনি জায়নামাজ খুঁজেন, নিয়মিত তাহাজ্জুদ পড়েন। দেশের ধর্মপ্রাণ মানুষ যেখানে ক্ষোভে ফেটে পড়ছে, রাজপথে বিক্ষোভ করছে সেখানে একজন ধার্মিক,
ইস’লামের দরদী প্রধানমন্ত্রীর সরকার নবীর অসম্মান ও চলমান ইস’লাম বিদ্বেষ নিয়ে নিরব কেন? মুসলিম দেশসমূহে যেখানে পন্য বর্জন,রাষ্ট্রদূতকে প্রত্যাহার কিংবা ডেকে কড়া বার্তা দেয় সেখানে আমা’দের সরকার?