র্যা’বের মহাপরিচালক চৌধুরী আব’দুল্লাহ আল মামুন বলেছেন, ইতোমধ্যে মা’দক মা’মলায় ইরফান সেলিমকে সা’জা প্রদান করা হয়েছে। অ’স্ত্র, মা’দক, ই’লেকট্রিক ডি’ভাইসসহ বিভিন্ন অ’বৈধ মালামাল পাওয়া যায় তার বাসায়। এসব বিষয়েও তার বি’রুদ্ধে অন্যান্য মা’মলা দায়ের করা হবে।
তিনি মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমা’ধিসৌধে শ্র’দ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
সম্প্রতি দেশে ধ’’ র্ষ’ ণ ও নারীর প্রতি সহিং’সতা বেড়ে যাওয়া প্রসঙ্গে র্যা’ব ডিজি বলেন, এসব ঘটনার সঙ্গে জ’ড়িতদের গ্রে’ফতার করা হয়েছে। তাদের প্রত্যেকেরই আ’ইনানুযায়ী বি’চার হবে।
এর আগে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমা’ধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের নি’হত শ’হীদ সদস্যদের রু’হের মা’গফেরাত কা’ মনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মো’নাজাতে অংশ নেন।
এ সময় র্যা’ব সদর দফতরের এডিজি (অ্যাডমিন) মোহাম্ম’দ ইমতিয়াজ আহমেদ, গোপালগঞ্জের জে’লা প্রশাসক শাহিদা সুলতানা, র্যা’ব-৮ বরিশালের সিও অ’তিরিক্ত ডিআইজি আতিকা ইস’লাম, গোপালগঞ্জের পু’লিশ সুপার মুহাম্ম’দ সাইদুর রহমান খানসহ র্যা’ব ও পু’লিশ কর্মক’র্তারা উপস্থিত ছিলেন।