রাজধানীর চকবাজারের ২৬ দেবিদাস ঘাট হাজী সেলিমের রাজকী’য় ভবন ‘চান সরদার দাদা বাড়ি থেকে গ্রে’ফতার হন তার আ’লোচিত ছে’লে ইরফান সেলিম। সোমবার দুপুরে রেবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, রেব-৩ ও রেব-১০ এর সদস্যরা যখন পৌঁছান তখন তিনি তখন চার তলায় নিজ কক্ষে অবস্থান করছিলেন ইরফান সেলিম।
এ সময় বাসার কেয়ারটেকারের ডাকে দরজা খোলেন তিনি। তখন ম’দ্যপ অবস্থায় তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেব কর্মক’র্তাদের দেখে রেগে উঠে বলেন, হু আর ইউ? অ্যাম আই এ ক্রিমিনাল? উইল ইউ অ্যারেস্ট মি?’ অ’ভিযানে থাকা র্যা’ব সদস্য ও কর্মক’র্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
এর আগে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাজী সেলিমের ছে’লে ইরফানের বাড়িতে অ’ভিযান চালিয়ে অন্তত ৩৮টা অ’বৈধ ওয়াকিট’কি উ’দ্ধার করেছে র্যা’ব। এসব ওয়াকিট’কি দিয়ে পুরো ‘পুরান ঢাকা’ নিয়ন্ত্রণ করতে কাউন্সিলর ইরফান। গণমাধ্যমের কাছে এমনটিই দাবি করেছে র্যা’ব।
অ’ভিযান শেষে মা’দক ও অ’বৈধ ওয়াকিট’কি রাখা ও ব্যবহার করার দায়ে মো. ইরফান সেলিমকে এক বছরের কারাদ’ণ্ড দেন ভ্রাম্যমাণ আ’দালত। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় র্যা’বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম তাকে এ সাজা দেন। এ সময় ইরফানের দেহরক্ষী মো. জাহিদুলকে ইস’লামেও এক বছরের কারাদ’ণ্ড দেয়া হয়।