রাজধানীর চকবাজার এলাকায় হাজী সেলিমের পুত্র ইরফান সেলিমের আরও একটি টর্চার সেলের সন্ধান পেয়েছে র্যা’ব। ওই চর্টার সেলে দূরবীন, হকিস্টিক, লা’ঠি, মানুষের হাড়, রশি, ইয়াবা খাওয়ার কয়েলসহ নানা সরঞ্জাম পাওয়া গেছে।
চকবাজারের মদিনা আশিক টাওয়ারের ১৬ তলায় অ’ভিযান চালায় র্যা’ব। রাত সাড়ে ৮টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত অ’ভিযান চলছিল। অ’ভিযানে ওই সময় একটি বড় রুমে আরও একটি টর্চার সেলের সন্ধান পাওয়া গেছে।
ওই সময় সেল থেকে ওয়্যারলেসের কন্ট্রোল ট্রান্সজেস্টার, বাইনাকুলার, হিট দেওয়ার ট্রান্সমিটার, ছুড়ি, একটি হকিস্টিক, বাঁ’ধার রশি, চোখ বাঁ’ধার গামছা, ইয়াবা খাওয়ার ফয়েল, ওয়াকিটকি, স্ক্রু ড্রাইভা’’ রের একটি বক্স ,স্যাভলন ও ভিডিও রেকর্ডার উ’দ্ধার করা হয়।
এর আগে রাজধানীর পুরান ঢাকার সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র ইরফান সেলিমের একটি টর্চার সেলের খোঁজ পায় র্যা’ব।র্যা’বের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এসব তথ্য জানান।
ব্রিফিংয়ে তিনি বলেন, ‘মূলত এই ভবনের পাশের ভবনেই তার টর্চার সেল রয়েছে বলে আম’রা খবর পেয়েছি। পরে আম’রা এই ভবনের পাশেই আম’রা ইরফান মোহাম্ম’দ সেলিমের একটি টর্চার সেল পেয়েছি। টর্চার সেলে আম’রা বিভিন্ন হ্যান্ডকাপসহ বিভিন্ন কিছু পেয়েছি।’
অ’বৈধ অ’স্ত্র ও মা’দক রাখার দায়ে ঢাকা-৭ আসনের সরকার দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্ম’দ সেলিমের ছে’লে ইরফানকে দুই মা’মলায় ৬ মাস করে ১ বছরের কারাদ’ণ্ড দেয়া হয়েছে। এছাড়া তার দেহরক্ষী জাহিদুল ইস’লামকেও ৬ মাস করে এক বছরের কারাদ’ণ্ড দেয়া হয়। সোমবার র্যা’বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের ভ্রাম্যমাণ আ’দালত এ কারাদ’ণ্ড দেন।