সিরাজগঞ্জের শাহ’জাদপুরে ‘বিয়ের দাবিতে প্রে’মিকের’ বাড়ি গিয়ে মা’রধরের শিকার হয়ে এক নারীর মৃ’ত্যু হয়েছে। রোববার সকালে তার লা’শ উ’দ্ধার করে ময়নাত’দন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতা’লে পাঠানো হয়।
নি’হত ফরিদা খাতুন (৩৫) উপজে’লার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নগরডালা গ্রামের বাবর আলীর মে’য়ে। শাহ’জাদপুর থা’না পু’লিশের ওসি সাঈদ মাহমুদ খান জানান, আনুমানিক ১৪ বছর আগে ফরিদার সঙ্গে তার প্রথম স্বামীর বিচ্ছেদ হয়।
পরে ফরিদার সঙ্গে পাশের গ্রাম হা’মলাকোলার আব্দুল মজিদের (২৬) প্রে’মের স’ম্পর্ক গড়ে ওঠে। তবে মজিদ চলতি বছর অন্য এক নারীকে বিয়ে করেন।
এ খবর শুনে গত শনিবার বিকেলে বিয়ের দাবিতে প্রে’মিক মজিদের বাড়িতে গেলে পরিবারের লোকজন ফরিদাকে মা’রপিট করে। গুরুতর আ’হত অবস্থায় হাসপাতা’লে নেয়া হলে চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন। ওসি আরও বলেন, এ ঘটনায় নি’হতের স্বজনদের পক্ষ থেকে মা’মলা দায়েরের প্রস্তুতি চলছে।