
নগরের রিয়াজউদ্দিন বাজার তামাকুমুন্ডি লেইন এলাকায় রাস্তার পাশে মোটরসাইকেল পার্কিং করে মোবাইল মেরামত করতে যান মো. আশফাক হোসেন। এসে দেখেন তার মোটরসেইকেলটি নেই।
পরে কোতোয়ালী থা’না পু’লিশের শরণাপন্ন হন আশফাক হোসেন। পু’লিশ মোটরসাইকেলটি উ’দ্ধারে অ’ভিযানে নামে। খবর পেয়ে আসকার দিঘির দক্ষিণ পাড়ের শতদল ক্লাবের পাশে একটি গলিতে মো. তুহিন ভূঁইয়া (২২) নামে এক যুবকের হেফাজত থেকে আশফাক হোসেনের মোটর সাইকেলটি উ’দ্ধার করা হয়।
নিজের সন্তান মোটরসাইকেল চু’রির সঙ্গে জ’ড়িত বিষয়টি জানতে পেরে ছে’লে মো. তুহিন ভূঁইয়াকে বাড়ি থেকে পালাতে দেননি পারভিন আক্তার। পরে পারভিন আক্তার নিজেই ছে’লে তুহিনকে পু’লিশের গাড়িতে তুলে দেন।
তুহিনের বি’রুদ্ধে মোটরসাইকেল চু’রির অ’প’রাধে কোতোয়ালী থা’নায় মা’মলা দায়ের করা হয়েছে। তুহিন ব্রাহ্মণবাড়িয়া জে’লার সদর উপজে’লার সুলতানপুর এলাকার মো. কোকন ভুঁইয়ার ছে’লে। তিনি কোতোয়ালী থা’নাধীন আসকার দিঘির দক্ষিণ পাড় এলাকায় বসবাস করেন।
কোতোয়ালী থা’নার ভা’’ রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মোহাম্ম’দ মহসীন বাংলানিউজকে বলেন, রিয়াজউদ্দিন বাজার তামাকুমুন্ডি লেইন এলাকা থেকে মোটরসাইকেল চু’রির অ’প’রাধে আসকার দিঘির দক্ষিণ পাড় এলাকা থেকে মো. তুহিন ভূঁইয়া নামে এক যুবককে গ্রে’ফতার করা হয়েছে। তার হেফাজত থেকে চু’রি করা মোটরসাইকেলটি উ’দ্ধার করা হয়েছে।
ওসি মোহাম্ম’দ মহসীন বলেন, তুহিন মোটরসাইকেলটি চু’রির পর আসকার দিঘির দক্ষিণ পাড়ের শতদল ক্লাবের পাশে একটি গলিতে লুকিয়ে রাখে। পু’লিশ মোটরসাইকেলটি উ’দ্ধার করে। মোটরসাইকেল চু’রির সঙ্গে তুহিন জ’ড়িত বিষয়টি জানতে পেরে তার পারভিন আক্তার তুহিনকে বাড়ি থেকে পালাতে দেননি। তিনি নিজেই তুহিনকে পু’লিশের গাড়িতে তুলে দেন।