
বোধন থেকেই তুমুল বৃষ্টি শুরু হবে বাংলা জুড়ে, আবহাওয়া দ’প্ত রের পূর্বাভাসে বলা হয়েছে এমনটাই। ব’ঙ্গো’পসাগরে ঘনীভূ’ত নিম্নচাপ দক্ষিণের জে’লাগু’লিতে পুজোর আনন্দ মাটি করতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দ’প্ত র।







সাধারণত অক্টোবরের দ্বিতীয় স’প্ত াহেই বাংলা থেকে বিদায় নেয় বর্ষা৷ কিন্তু এবার ব’ঙ্গো’পসাগরে একের পর এক নিম্নচাপের জেরে ‘বর্ষা বিদায়’ আপাতত স্থগিত। তবে আবহাওয়া দ’প্ত র সূত্রে জানা যাচ্ছে, নিম্নচাপ ক্রমশ শক্তিহীন হয়ে পড়ছে ফলে ঘুর্ণিঝড়ের সম্ভাবনা খুবই কম।







গতকয়েকদিন বাংলায় তেমন ভাবে বৃষ্টি হয় নি। ক্রমাগত জলীয় বাষ্প বেড়ে আবহাওয়া বেশ অস্বস্তিকর করে তুলেছে। এই মুহুর্তে তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ১৭ তারিখ থেকে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি শুরু ‘হতে পারে বলে জানা যাচ্ছে।







করো’না পরিস্থিতিতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার আড়ম্বর এবার বেশ কমই। সংক্রমণের ভয়ে অনেকেই বাড়ি থেকে বেরোবেন না। এবার উৎসবের দিনগু’লোতে বাকি আনন্দ মাটি করতেও এগিয়ে আসছে বৃষ্টি।






