
বাংলাদেশের জনপ্রিয় টিভি অভিনেত্রী তানজিন তিশা। নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন অনেক আগেই। তবে এবার হঠাৎ করে ভিন্ন কারণে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী৷







গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তানজিন তিশার একটি গোসলের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে৷ হু হু করেই ছড়িয়ে পরছে ভিডিওটি৷ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা







যাচ্ছে অভিনেত্রী কালো রঙ্গের একটি সুইমিং ড্রেস পরে সুইমিং পুলে সাঁতার কাটছেন। তবে ভিডিওটি কতদিন আগের তা জানা যায়নি৷ আর এই ভিডিওতে তাকে দেখে অনেকে মন্তব্য করে লিখছেন, তিশা আপু তোমাকে অনেক সুন্দর লাগছে৷







এদিকে গত কয়েক দিন আগে করো’নাভা’ইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সোমবার (৫ অক্টোবর) নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছন তিনি। তিশা জানান, জ্বর নিয়ে করো’নার নমুনা পরীক্ষা করান তিনি।







সেখানে করো’না পজিটিভ এসেছে। টেস্টের রেজাল্ট পাওয়ার পর থেকেই আইসোলেশনে আছেন এ অভিনেত্রী। শুটিংসহ সব কাজ বাতিল করেছেন। তিনি বলেন, ‘আপাতত বেশ ভালোই আছি।







জ্বর, খাবারের স্বাদ না পাওয়া ছাড়া আর কোনো সমস্যা হচ্ছে না। হালকা কাশি আছে। দোয়া চাইছি সবার কাছে যেন সুস্থ হয়ে উঠি।