ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর করা মা’ম’লায় বাকি আ’সা’মীদের দ্রুত গ্রে’প্তা’র করতে আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস। তিনি বলেছেন, ‘‘এ মা’ম’লার আ’সা’মীদের দ্রুত গ্রে’প্তা’র না করলে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশ অ’চ’ল করে দেবে’’।







আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। দেশের ধর্ষণ নিপীড়নে জড়িত সকল আ’সা’মি ও পৃষ্ঠপোষকদের গ্রে’ফতার এবং ধ’র্ষ’কদের মৃ’ত্যু’দ’ণ্ডের দাবিতে এ বি’ক্ষো’ভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।বংলাদেশ ছাত্রলীগ এর আয়োজন করে।সনজিত চন্দ্র দাস বলেন,







ধ’র্ষ’ণ মা’ম’লার আ’সা’মী নুর-মামুনদের অতি দ্রুত গ্রে’প্তা’র না করলে সারা বাংলাদেশ অ’চ’ল করে দেয়া হবে। ছাত্রলীগ চাইলে সারা বাংলাদেশ সচল করতে পারে; আবার চাইলে অ’চ’লও করে দিতে পারে। শাহবাগে চলমান বাম সংগঠনের আ’ন্দোলনকারীদের উদ্যোশ্যে করে সনজিত বলেন,







প্রধানমন্ত্রীকে নিয়ে শাহবাগে আপনারা (বাম সংগঠনের নেতাকর্মী) যে ধৃষ্টতা দেখিয়েছেন তার মাধ্যমে সীমালঙ্গন করেছেন।তিনি বলেন, এরপর যদি আরেকবার এ ধরনের ধৃষ্টতা দেখানোর সাহস করেন তাহলে শাহবাগে আপনাদের (আন্দোলনকারীদের) পিষে দেয়া হবে। কোনো প্রশাসন, মিডিয়া, ছাত্র সংগঠনকে আম'রা ভ’য় পাইনা।







সনজিত বলেন, সারা বাংলাদেশের যেখানেই ধ’র্ষ’ণের ঘটনা ঘটেছে, সবার আগেই ছাত্রলীগ রাজু ভাস্কর্যে প্রতিবাদ করেছে। কিন্তু দু’র্ভা’গ্য হলো বাংলাদেশের মেধাবী তরুণ সত্য ইতিহাস বাদ দিয়ে এখন ফেসবুকের ইতিহাস গ্রহণ করেছে।







ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, মহানগর উত্তরের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় বক্তব্য রাখেন।






