৫২ কেজি ওজনের একটি ভোলা মাছ ধরেই রাতারাতি লাখপতি হয়েছেন ভারতের এক নারী। বড় আকারের এ মাছটি তিন লাখ টাকায় বিক্রি করেছেন তিনি।
দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই নারীর নাম পুষ্প কর। তিনি চাকফুলদুবী গ্রামের বাসিন্দা। গত শনিবার নদীতে ঝাঁ’প দিয়ে ভা’সতে থাকা ওই বি’রাট মাছটি ধ’রেন।
এরপর মাছটি পাড়ে তোলেন। স্থানীয় লোকেরা তাকে সাহায্য করেন মাছটি বাজারে নিয়ে যেতে। ভোলা মাছ বলে ওটা চি’হ্নিত করা হয়। মাছটি সম্ভ’বত কোনো ভে’সে’লের সঙ্গে ধা’ক্কা খেয়ে প্রা’ণ হা’রা’য়।
স্থানীয় বাজারে মাছটি বিক্রি হয় ৬ হাজার ২০০ টাকা কেজি দরে। স্থানীয়দের বক্তব্য- ইতোমধ্যেই মাছটির পচন শুরু হয়ে গেছে, নইলে আরও বেশি দাম পাওয়া যেত।
এত বড় মাছ সাধারণত খা’ওয়া যায় না, কারণ মাছের খাবার অং’শটা রা’বারের মতো হয়ে যায়। তবে ওই মাছের বি’ভিন্ন অঙ্গ-প্রত্য’ঙ্গ, তে’ল ইত্যাদি র’ফতানি হয় দ’ক্ষিণ-পূর্ব এশি’য়ার দেশগুলোতে। সেই সব জা’য়গাতে রফতা’নি করে ভালো অর্থ পাওয়া যায়।

এক মাছ ধরেই লাখপতি এই নারী
Advertisement
Advertisement
Advertisement
Advertisement