পুজো যতদিন এগোচ্ছে ততোই দাম কমছে সোনার। চলতি সপ্তা’হে প্রথম থেকেই প্রায় নি’ম্নমু’খী ছিল সো’নার দর। সেই ধারা’বা’হিকতা বজা’য় রেখে ফের কমলো সোনার দাম। শুধু সোনা নয় সোনা’কে টেক্কা দিতে এবার দাম কম’লো রু’পোরও।
চলতি বছর ক’রো’না কাঁটায় লকডাউনের জেরে হুর’মুড়িয়ে বেড়ে গিয়ে’ছিল সো’নার দাম। সোনার অত্য’ধিক দা’মে বিক্রি বন্ধ হয়ে গিয়েছিল সোনা। কপালে চি’ন্তার ভাঁজ পড়ে ছিল সোনা প্রেমী’দের। যদিও ফে’র মুখে হাঁসি ফু’টেছে সোনা প্রে’মী’দের।
কারণ গত কয়েকদিন ধরেই দাম কম সো’নার। মার্চের পর আ’ন্তর্জা’তিক বাজা’রে সোনা ও রুপোর দামে এটাই স’ব’থেকে বড় পতন। সোনার দাম ক’মার প্রসঙ্গে ব্রো’কা’রেজ হাউসের তর’ফে মনে করা হচ্ছে,
৪৯২৫০ টাকার নিচে সো’নার দা’ম চলে যাওয়া মানে এবার সোনা ৪৮,৯০০ থেকে ৪৮,৮০০ টাকার মধ্যে ট্রেড করবে৷ এটা বলতেই হয় এক সপ্তা’হে ৪.৬ শতাংশ সো’নার দাম কমেছে। অন্য’দিকে, প্রায় ১৫ শতাংশ রু’পো সস্তা হয়েছে৷
বিশে’ষজ্ঞ’রা মনে কর’ছেন বেশ কিছু সময় পর্য’ন্ত সো’না’র দামে পতন ল’ক্ষ্য করা যাবে৷ বিশে’ষজ্ঞ’রা বলছেন, সো’নার দামে পতন বেশ কিছু সম’য় পর্য’ন্ত লক্ষ্য করা যাবে৷ আ’সুন এবার দেখে নেওয়া যাক ঠিক কতটা কমেছে সোনার দাম।
এম’সিএ’ক্স সূচকে ১০ গ্রাম গো’ল্ড ফি’উচা’র্সের দাম ২৩৮ টাকা কমে দাঁড়ি’য়েছে ৪৯,৬৬৬ টাকা। অন্যদিকে, সা’প্তাহি’ক হিসেবের দিকে তাকালে দেখা যাচ্ছে প্রতি ১০ গ্রামে সোনা’র দাম প্রায় কমেছে ২০০০ টাকা৷ কম যাচ্ছে না রূপোও।
সোনার পাশা’পাশি রু’পো’র দামও প্রতি কি’লো’গ্রামে প্রায় ১ শতাংশ কমে ৫৯.০১৮ টাকা হয়েছে। সাপ্তাহি’ক হিসেব অনুযায়ী রু’পোর পতন প্রতি কেজিতে ৯,০০০ টাকা।

ঝড়ের গতিতে কমছে সোনার দাম, জেনে নিন আজকের বাজারদর
Advertisement
Advertisement
Advertisement
Advertisement