প্রা’ণঘাতী ক’রোনা ভাই’রাসের (কভিড-১৯) বিস্তার নিয়ন্ত্রণে চলমান সাধারণ ছুটি আগামী ১৫ মে পর্যন্ত বাড়া’নোর সি’দ্ধান্ত বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান করো’না ভা’ইরাস পরিস্থিতি নিয়ে সোমবার (৪ মে) রংপুর বিভাগের আট জে’লার কর্মক’র্তাদের সঙ্গে ভিডিও কন’ফারেন্সে মতবিনি’ময়কা’লে তিনি এ কথা জানান।






প্রধানমন্ত্রী বলেন, ক’রো’না পরিস্থিতি মোকাবিলা করে আমা’দের এগিয়ে যেতে হচ্ছে। জনগণের সু’রক্ষা নিশ্চিত করতে হচ্ছে। আম'রা সাধারণ ছুটি ঘো’ষ’ণাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। তিনি বলেন, সাধারণ ছুটি আগামী ১৫ মে পর্যন্ত বাড়ানোর সি’দ্ধা’ন্ত বিবেচনা করা হচ্ছে। তবে রোজার কারণে ইফতার-সাহরির সুবিধার্থে কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এছাড়া কিছু ক্ষুদ্র শিল্পকা’রখা’নাও চালু করা হয়েছে। শেখ হাসিনা বলেন, জনগণে’র সুরক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অর্থ’নীতির চাকাও সচল করতে হবে।






প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আম'রা সীমিত আ’কারে বিভিন্ন অফিস খুলে দিয়েছি। মানুষ যাতে রম’জানের কেনাকা’টা করতে পারে সে জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে লক্ষ্য রাখতে হবে বড় ধরনের জনসমাগম যাতে না হয়। এতে ক’রোনাভা’ইরাসের সংক্রমণের ঝুঁ’কি থাকে। বড় ধরনের জনস’মাগম করা যাবে না।






শেখ হাসিনা বলেন, গোটা বিশ্ব এক অদৃশ্য শত্রুর মোকা’বিলা করছে। ক’রোনা’ভা’ইরাসে দেশের অর্থনীতি থমকে দাঁড়িয়েছে। এর প্রভাব পড়বে আগামীতেও। বৈশ্বিক সংস্থাগুলো এটাকে অর্থনৈতিক মহা’মারি হিসেবে আখ্যা’য়িত করেছে। তিনি বলেন, জাতির পিতার স্বপ্নের সোনা’র বাংলাদেশ গড়তে বিভিন্ন পদ’ক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছিলাম।






কিন্তু হঠাৎ একটা আ’ঘাত আসলো। এর মোকাবিলায় বি’ভিন্ন প’দক্ষেপ নিতে হচ্ছে। অ’স্ত্র ও সম্পদে শক্তিশালী দেশগুলোকে ক’রোনাভা’ইরাস ব্যর্থ করে দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহ রাব্বুল আল’আমিনের কী খেলা! ধন-সম্পদ-অ’স্ত্র কিছুই কাজে লাগ’ছে না।’ তিনি বলেন, এ অবস্থা মোকাবি’লা করে আমা’দের এগিয়ে যেতে হচ্ছে। জনগণের সুরক্ষা নিশ্চি’ত করতে হচ্ছে। আম'রা সাধারণ ছুটি’সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।
এর আগে শেখ হাসিনা করো’নাভা’ইরাস পরিস্থিতি নিয়ে ছয় দফা পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল এবং ময়’মন’সিংহ বিভাগের ৫৬টি জে’লার সঙ্গে ম’তবিনিময় করেছেন। ভিডিও কন’ফারেন্সে প্রধানমন্ত্রী জনগণকে স্বা’স্থ্যবিধি’সমূহ মেনে চলার আহ্বান জানা’নোর পাশা’পাশি সংকট উত্তরণের জন্য বিভিন্ন প্র’ণোদনা প্যাকেজে’রও ঘোষণা দেন। দেশে মার্চ মাসের ৮ তারিখ প্রথম ক’রোনা রো’গী শনা’ক্ত হয়। এখন পর্যন্ত এই ভা’ইরা’সে আক্রান্ত হয়ে মৃ’তে’র সংখ্যা ১৭৭ জন এবং আ’ক্রা’ন্ত হয়েছেন ৯ হাজার ৪৫৫ জন।