নাম মধুমিতা সরকার৷ তবে পাখি, খুশি, ইমন এই সব নামেই বেশি জনপ্রিয় তিনি৷ বলছি কুসুম দোলা ধারাবাহিকের ইমনের কথা৷
সন্ধে হলেই যে ধারাবাহিকে ইমন থুড়ি মধুমিতাকে দেখার জন্য বাড়ির টেলিভশন সেটের সামনে বসে পড়েন দর্শকেরা৷
তবে অভিনয়ের পাশাপাশি ফটোশুট করতেও বেশ পছন্দ করেন মধুমিতা। সে কোথাও ঘুরতে গিয়েই হোক বা নিছক কোনো অনুষ্ঠানের জন্য, বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলতে বরাবরই বেশ ভালবাসেন অভিনেত্রী।
সম্প্রতি তেমনই কয়েকটি ফটোশুট করেছেন মধুমিতা। কোনোটায় লাল তো কোনোটায় সাদা পোশাক পরে ফটোশুট করেছেন তিনি।
বলা বাহুল্য এই ছবিগুলি আপাতত ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। সেই ইমনেরই কিছু অন্যধরনের ছবি দেখে নিন আপনারাও৷
কুসুম দোলা তাঁর পরিচিতি আরও অনেকটা বাড়িয়ে দিলেও, মধুমিতা কাজ শুরু করেছেন অনেক বছর আগেই৷
সেই সবিনয় নিবেদন থেকে শুরু৷ তারপর একে একে কেয়ার করি না, বোঝেনা সে বোঝেনা, মেঘবালিকা৷ কাজে বিরাম নেই এতটুকু৷
রুপোলি পর্দাতেও যেমন কেরিয়ারের শুরুতে দেখা দিয়েছেন, করেছেন মডেলিংও৷ অভিনয়ের জন্য পুরষ্কারও এসেছে তাঁর ঝুলিতে ইতিমধ্যেই৷
বোঝেনা সে বোঝেনা-তে পাখির চরিত্রে যেমন নজর কেড়েছিলেন তিনি, কেয়ার করি না-তে আবার জুনিও কিন্তু ছিলেন দর্শকদের খুব কাছের৷ আর এখন কুসুম দোলার ইমন৷ প্রধান ভূমিকাতে মধুমিতা রয়েছেন ঋষি কৌশিকের বিপরীতে৷

সেই অভিনেত্রী পাখির অদেখা কিছু ‘বোল্ড’ ছবি
Advertisement
Advertisement
Advertisement