
করো’নাভা’ইরাসের সংক্রমণ রোধে আসন্ন শীতে বিয়ে ও পিকনিকসহ জনসমাগম হয় এমন অনুষ্ঠান আয়োজন না করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, শীতকালে বিয়ে ও পিকনিকসহ নানা অনুষ্ঠান হয়ে থাকে। জনসমাগম বেশি হওয়ায় করোনার সংক্রমণ বৃদ্ধির আশ’ঙ্কা রয়েছে। এ কারণে এসব অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকতে হবে।
বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতা’লের আধুনিকায়ন ও উন্নতমানের চিকিৎসাসেবা এবং শিক্ষা সম্প্রসারণমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উদ্যাপন উপলক্ষে ছিল এ আয়োজন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের যেকোনো দেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু হলে আম'রাও বসে থাকব না। এ বিষয়ে আর্থিক ব্যবস্থাপনাসহ অন্যান্য সব কার্যক্রম সম্পন্ন রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের নির্দেশনা রয়েছে।
করো’নার ‘সেকেন্ড ওয়েভ’ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী মানুষ করো’নাকে অবহেলা করছে। এর ফলে আমেরিকা, ইউরোপসহ অনেক দেশেই করো’নায় সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। আমা’দের দেশেও শীতকালে করো’নার সেকেন্ড ওয়েভ শুরুর আশ’ঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না।
তবে সেকেন্ড ওয়েভ শুরু হলে তার জন্য কী কী করণীয়, সে ব্যাপারে আমা’দের সব প্রস্তুতি এখনই নেয়া হচ্ছে। করো’না মো’কাবিলায় দেশের স্বাস্থ্য খাতি এরইমধ্যে সক্ষমতা দেখিয়েছে দাবি করে জাহিদ মালেক বলেন, আক্রান্ত বিবেচনায় মৃ’ত্যুহার বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
সেকেন্ড ওয়েভ শুরু হলেও দেশের স্বাস্থ্য খাত এভাবেই মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে। ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মুহাম্মদ খুরশীদ আলম,
স্বাস্থ্যসেবা বিভাগের অ’তিরিক্ত সচিব (হাসপাতা’ল) মুহিবুর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতা’লের নবনিযুক্ত পরিচালক কর্নেল নাজমুল হক, স্বাস্থ্য শিক্ষা বিভাগের অ’তিরিক্ত মহাপরিচালক ইউছুফ ফকির প্রমুখ।