সকাল সকাল কোমড় বেঁধে ড্রেন পরিস্কারের কাজে নেমেছিলেন সাফাই কর্মীরা! পুরোদমে চলছে কাজ! আচমকাই ছন্দপতন! চোখের সামনে যা দেখলেন, তাতে চোখ কপালে উঠেছে! এ কী? এ তো ‘রাক্ষুসে ইঁদুর’!
উচ্চতায় একজন প্রা’প্ত বয়স্ক মানুষের সমান! তবে গোড়া থেকেই বলা যাক! মেক্সিকো শহরের ড্রেন থেকে ২২ টন আবর্জনা পরিষ্কারের কাজ করছিলেন সাফাই কর্মীরা! তখনই দেখা মেলে এই দানবীয় ইঁদুরের!
এর আগে গোটা বিশ্বের কোথাও এত বড় ইঁদুরের দেখা মেলেনি! স্বাভাবিকভাবেই চক্ষু চড়কগাছ সাফাইকর্মীদের! ড্রেন থেকে উ’দ্ধার করার পর সেই বিশাল ইঁদুরকে দেখতে ভিড় জমান শহরবাসী।
সামাজিক দূরত্ব ভুলে রাক্ষুসে ইঁদুর দেখার উত্তেজনায় রাস্তাজুড়ে রীতিমত ঠেলাঠেলি- ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়! পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পু’লিশ বাহিনী।
বিশাল ইঁদুরটি ছিল কাদামাখা, পরিস্কার করতে গায়ে হোজ-পাইপ দিয়ে জল ছেঁটাতেই বি’ষয়টি পরিস্কার হল! রাক্ষুসে ইঁদুরটি আসল নয়, ইঁদুরের বিশাল প্রতিকৃতি।
গত বছর হ্যালোইন উপলক্ষে সেটি বানিয়েছিলেন শিল্পী ইভলিন লোপেজ। উৎসবের পর বেচারা ইঁদুরের ঠাঁই হল ড্রেনে! গোটা বছর নোং’রা-কাঁদা জল মেখে ড্রেনেই ছিল ইঁদুর বাবাজি! অবশেষে মুক্তি মিলল!

করোনা কালে দেখা মিলল ‘রাক্ষুসে ইঁদুর’ যা একজন প্রাপ্তবয়স্ক মানুষের সমান!
Advertisement
Advertisement
Advertisement
Advertisement