পুজোর আগেই সোনার দামে (gold price)রেকর্ড পতন। গত 12 দিনে আজ সব থেকে নীচে নামল সোনার দাম। পাশাপাশি, গত মাসের তুলনায় এই মুহুর্তে 6000 টাকা সস্তা হল সোনা। সব মিলিয়ে এই মুহুর্তে আশায় বুক বাঁধছে মধ্যবিত্ত।
ইন্ডিয়া বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন অনুসারে, সোনার প্রারম্ভিক দাম 50,638 (10 গ্রাম – 24 ক্যারেট) টাকা হয়েছে।পাশাপাশি রূপা প্রতি কেজি 59,915 টাকা। গত 12 দিনে সোনা ও রূপার দাম এত কমেনি।
এর আগে, 03 সেপ্টেম্বর সোনার দাম ছিল 50, 844 (প্রতি / 10 গ্রাম)। সোনার দাম/ gold price আসুন জেনে নি ভারতের প্রধান ৪ শহরে সোনার দাম কত?
আজ চেন্নাইয়ে 22 ক্যারেট সোনার দাম 48,800 টাকা, পাশাপাশি 24 ক্যারেট সোনার দর 53,230 টাকা। বাণিজ্যনগরী মুম্বাইয়ে 22 ক্যারেট সোনার দাম 49,630 টাকা, 24 ক্যারেটের দাম 50,630 টাকা।
দেশের রাজধানী দিল্লিতে আজ প্রতি দশ গ্রাম 22 ক্যারেট সোনার দাম 49,500 টাকা,,24 ক্যারেট সোনার প্রতি দশ গ্রাম বিক্রি হচ্ছে 54,000 টাকায়।
তিলোত্তমা কলকাতায় আজ গহনা সোনা (22 ক্যারেট) এর দাম 49,740 টাকা, অন্যদিকে পাকা সোনা (24 ক্যারেট) বিক্রি হচ্ছে 52,440 টাকায়।

পুজোর আগেই সুখবর মধ্যবিত্তদের জন্য রেকর্ড পতন সোনার দামে
Advertisement
Advertisement
Advertisement
Advertisement