সামনেই পূজা, আর পূজার আগেই ধীরে ধীরে কমছে সোনার দাম। দুই দিনের ব্যবধানে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৪৭ ডলার; অর্থাৎ প্রতি ভরিতে কমেছে প্রায় সাড়ে ১৯ ডলার।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সোনার সূচক কমেছে ০.১৫%। এদিকে আবার ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৫৩,৪৩০ টাকা। এছাড়া ২২ ক্যারেটের ১০ গ্রামের সোনার দাম ৫০,৭৩০ টাকা।
আন্তর্জাতিক বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রতি আউন্স সোনা বিক্রি হচ্ছে ১৯০২.২৭ ডলারে; যা আগের দিনের তুলনায় ১০.৪৯ ডলার কম।
সোমবার (২১ সেপ্টেম্বর) সোনার আন্তর্জাতিক বাজারে লেনদেন শেষ হয়েছিল ১৯১২.৭৬ ডলারে। এদিন, বেশ বড় পতনের মুখে পড়েছিল সোনার দাম।
একদিনেই প্রতি আউন্সে ৩৭.২৪ ডলার দাম কমেছিল সোনার দাম। অর্থাৎ দেড় দিনেই ৪৭ ডলার কমেছে প্রতি আউন্স সোনার দাম। তবে, রোববার (২০ সেপ্টেম্বর) কিছুটা উর্ধমুখী প্রবণতা ছিল সোনার বাজারে।
এদিন, বিশ্ববাজারে প্রতি আউন্স সোনা বিক্রি হয় ১৯৫৩.১৬ ডলারে; আগের দিনে তুলনায় যা ৩ ডলার বেশি। শনিবারও (১৯ সেপ্টেম্বর) উর্ধমুখী প্রবণতাতেই লেনদেন হয় সোনা।
বিশ্ববাজারে ১৯৫০.৩৯ ডলারে বিক্রি হতে দেখা যায় প্রতি আউন্স সোনা। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি (০.৩৯ ডলার)।

মধ্যবিত্তদের জন্য বড় সুখবর, হু হু করে কমছে স্বর্ণের দাম
Advertisement
Advertisement
Advertisement
Advertisement