
ডাকসু’র ভিপি নুর কে গ্রে’ফতার করা নিয়ে একটি হাস্যরসিক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সহ-সাধারন সম্পাদক, শামসুন নাহার হল সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাতেমা তাহছিন৷ স্ট্যাটাসে তিনি লিখেছেন,
“ডাকসু’র ভিপি নুরুলহক নুর সহ ছয়জনকে গ্রে’ফতার করা হইছে” নিউজটা পড়া শেষ করে ওয়াশরুমে গ্যালাম। ওয়াশরুমে ঢুইকা শুনি “আটকের পর নুরকে ছেড়ে দেয়া হইছে” কাজ শেষে ওয়াশরুম থেকে বাইর হইয়া শুনি তাকে আবার আটক করা হইছে!
আমা’দের বাহিনী খুউউব সক্রিয় হইয়া গ্যালো নাকি আমি আজ ওয়াশরুমে বেশি সময় কা’টাইলাম বুঝলাম না ব্যাপারটা! সবার হিসাব মেলে,আমা’র হিসাব মেলে না!
নাকি এইটাই সাইন্স? উল্লেখ্য, ধ’র্ষণে সহযোগিতা মা’মলায় প্রথমে নুরকে গ্রে’ফতার করা হয় তারপর হাসপাতা’লে নেওয়া হয় তারপর আবার নাকি নুরু কে ডিবি কার্যলয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে৷
এর আগে, রবিবার (২০ সেপ্টোম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লালবাগ থা’নায় এ মা’মলাটি করেন। মা’মলায় মোট ছয়জনকে আ’সামি করা হয়েছে। তাদের মধ্যে ধ’র্ষণে
সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়েছে। পু’লিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার বিপ্লব বিজয় তালুকদার মা’মলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নূরের বি’রুদ্ধে ধ’র্ষণের মা’মলা করেছেন। আম'রা বিষয়টি ত’দন্ত করে দেখছি।