বর্তমান সময়ে ছোট পর্দার বেশ জনপ্রিয় অ’ভিনেত্রী মেহ’জাবিন চৌধুরী। ইতিমধ্যেই তিনি অসংখ্য দর্শকপ্রিয় নাট’ক উপহার দিয়েছেন, এখনো দিচ্ছেন।
তার অ’ভিনয়প্রতিভা ও তুমুল জনপ্রিয়তার কারণে বড় পর্দার নির্মাতারা বহু আগে থেকেই চলচ্চিত্রে অ’ভিনয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু রাজি হননি।
অবশেষে মন গলেছে মেহ’জাবিনের। তিনি রাজি হয়েছেন চলচ্চিত্রে অ’ভিনয়ের জন্য। শিহাব শাহীনের পরিচালনায় ‘জায়া’ নামে একটি ওয়েব ফিল্মে অ’ভিনয় করবেন তিনি।
এই ছবির কাহিনী এক তরুণীর পারিবারিক জীবনের গল্প নিয়ে। সেই প্রধান চরিত্রেই অ’ভিনয় করবেন মেহ’জাবিন। তার বিপরীতে থাকবেন ছোট পর্দার আরেক সুপারহিট ও স্টাইলিশ তারকা আফরান নিশো। আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে ‘জায়া’র শুটিং।
এ প্রসঙ্গে মেহ’জাবিন বলেন, এটি একটি নতুন অ’ভিজ্ঞতা। এর আগে চলচ্চিত্রে অ’ভিনয় করা হয়নি। গল্পটা শুনে কাজটি করতে রাজি হয়েছি। তাছাড়া ওয়েব ফিল্ম ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়, যা সারা পৃথিবীর মানুষ দেখতে পারে।
যার কারণে বিশেষ যত্ন নিয়ে এ ধরনের ফিল্ম তৈরি করা হয়। কাজগুলোয় আন্তর্জাতিক মান ধরে রাখার চেষ্টা থাকে। তাই হ্যাঁ বলে দিলাম।

অবশেষে মন গলেছে মেহজাবিনের
Advertisement
Advertisement
Advertisement
Advertisement