
বগুড়ার কাহালুতে বিয়ের আসরে যাওয়ার পথে বর ও বরের বাবাকে আ’টক করে বাল্য বিয়ে পণ্ড করে দিয়েছে পু’লিশ। আ’টককৃত বরের নাম লাজু প্রামাণিক (১৮) ও তার বাবার নাম সাহেব আলী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কাহালু উপজে’লার মুরইল ভালতা গ্রাম থেকে তাদের আ’টক করা হয়। পরে বাল্য বিয়ে না করার প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দিলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে কাহালু থা’নার নারী ও শিশু হেল্প ডেস্ক কর্মক’র্তা (এসআই) গুলবাহার খাতুন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আই মাসুদ রানা তাদের আ’টক করেন।
পু’লিশ জানায়, আ’টক লাজু প্রামাণিকের সঙ্গে বগুড়ার সোনাতলা উপজে’লার ১১ বছর বয়সী এক মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল।
বুধবারই তাদের বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্চিল। খবর পেয়ে বিয়ের আসরে যাওয়ার আগেই বাবা-ছেলেকে আ’টক করে থা’নায় নেওয়া হয়। কাহালু থা’নার ওসি জিয়া লতিফুল ইস’লাম এসব নিশ্চিত করেন।