টাঙ্গাইলের সখীপুরে ম’সজিদের পাশে চিত্রনায়িকা মুনমুনের নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। উপজে’লার পলা’শতলী বাজার ম’সজিদের সামনে কু’রুচিপূর্ণ এ নাচের আসর বসানো হয়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর চলচ্চিত্র সংশ্লিষ্টরাও ক্ষোভ প্রকাশ করেছেন।






এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনার কোনো কমতি নেই। ধ’র্মীয় উপাসনালয়ের সামনে মুনমুনের এমন নাচ নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টরা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ কেউ লিখেছেন, অর্থ উপার্জন করতে হলেই কী’ মানুষ ধ’র্মের কথা ভুলে যায়?






চিত্রনায়ক শ্রাবণ শাহ লিখেছেন, এত অসংখ্য সুপার ডুপার হিট ব্যবসা সফল চলচ্চিত্রের নায়িকা, অথচ আজকের এই ভিডিওটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না, আপনার টাকার কি এতই প্রয়োজন ছিল? শেষ পর্যন্ত এই ভাবে ছিঃ ছিঃ ছিঃ! ইম’রান আহমেদ নামে একজন লিখেছেন, ঘুরতে গিয়ে ম’সজিদের গা ঘেঁষে বসলো নাচের আসর।






নাচলেন দেশের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা। জে’লাজুড়ে সমালোচনার ঝড়। এ প্রসঙ্গে চিত্রনায়িকা মুনমুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সখীপুর পৌরশহরের স্থানীয় লোকেদের আমন্ত্রণে নৌকা ভ্রমণে যান চিত্রনায়িকা মুনমুন।






ভ্রমণ শেষে বাজার ম’সজিদের সামনে সাউন্ড সিস্টেম বাজিয়ে নায়িকা মুনমুনকে নিয়ে নাচের আসর বসানো হয়। পরে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে তা নিয়ে সমালোচনার ঝড় উঠে। ভিডিওতে দেখা যায়, ম’সজিদের পাশে গানের তা’লে তা’লে চিত্রনায়িকা মুনমুন ম’সজিদের কু’রুচিপূর্ণ নাচ পরিবেশন করছেন।






আর কিছু উৎসুক জনতা চেয়ারে বসে সেই নাচ দেখছেন ও মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন।স্থানীয়রা বলছেন, এটি পবিত্র একটি স্থাপনার অবমাননা। ম’সজিদের সামনে এমন নাচ মোটেও কাম্য নয়। বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের নিকট জো’র দাবি জানান তারা।