
সিরিয়ার জনগণের কাছে সাবেক প’র্নতারকা মিয়া খলিফার ব্যাপারে তথ্য জানতে চাচ্ছেন মা’র্কিন সেনা সদস্যরা। এমনটাই দেখা গেছে টিকটকের এক ভিডিওতে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিওটি।






ভিডিওতে দেখা যায়, মা’র্কিন সেনা সদস্য রিচার্ড উলফগ্যাং সিরিয়ার একটি তল্লাশি চৌকিতে দুই যুবককে দাঁড় করিয়েছেন। এরপর তাদের কাছে মিয়া খলিফার ব্যাপারে তথ্য জানতে চাচ্ছেন। ভিডিওর ক্যাপশনে লেখা, আম'রা জানতে চাচ্ছিলাম- তারা মিয়া খলিফাকে দেখেছে কিনা?






ভিডিওটির নিচে অনেকেই লিখেছেন, সিরিয়ার ওই যুবকরা সত্যিই মজার মানুষ। যদিও মা’র্কিন সেনাবাহিনীর এ ধরনের আচরণ ও বিব্রতকর প্রশ্ন নিয়ে সমালোচনা চলছে। তাদের এ ধরনের আচরণ একেবারেই অপেশাদার বলে মনে করেছেন সমালোচকরা।






কমেন্টসে একজন লিখেছেন, প’র্ন দেখে না বলে সিরিয়ার জনগণকে বোকা ভাবে মা’র্কিন সেনারা! মা’র্কিন সেনাবাহিনী এভাবেই সেখানকার জনগণকে বিবেচনা করে।






A TikTok video shows U.S. soldiers deployed to Syria asking locals if they’ve recently seen their favorite porn star around 😬 https://t.co/skooW15oF1 pic.twitter.com/5DM8ijucaK
— Jared Keller (@jaredbkeller) September 3, 2020