সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যু মা’মলায় মূল অভি’যুক্ত রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌ’ভিক চক্রবর্তীর বাড়িতে হা’না দিল নারকোটিকস কন্ট্রোল বোর্ড। শুক্রবার রেইড চালায় NCB। তারা হা’না দেয় সুশান্তের ন্যানেজার স্যামুয়েল মি’রা’ন্ডার বাড়িতেও।






সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যু মাম’লায় এ বার মূল অ’ভিযুক্ত রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) ও তাঁর ভাই শৌ’ভিক চক্রবর্তীর বাড়িতে হা’না দিল নারকো’টিকস কন্ট্রোল বোর্ড। শুক্রবার সাতসকালে রেইড চালায় NCB। পাশাপাশি তারা হা’না দেয় সুশান্তের ম্যানে’জার স্যামুয়েল মি’রান্ডার বা’ড়িতেও।






NCB-র আধিকারিকরা জানিয়েছেন, ত’ল্লাশি অ’ভিযান চালা’নো হয়েছে। NDPS আ’ইন অনুযায়ী, এই রেইউ চা’লানো হয়েছে বলে জানিয়েছেন আধি’কারিকরা। এনসিবি-র ডে’পুটি ডি’রেক্টর কেপিএস মালহোত্রা জানিয়েছেন, ‘এটা নি’য়মমা’ফিক চলছে। রিয়া ও স্যা’মুয়েল মি’রান্ডার বাড়ি’তে রে’ইড চলছে।






‘প্রয়া’তের ম্যা”নেজার শ্রুতি মো’দীর আই’ন’জীবীর দাবি স’ত্যি হলে চক্রবর্তী পরিবারকে পুরো’পুরি ‘ক্লিনচিট’ দেওয়া যাবে না। তিনি জানাচ্ছেন, বান্দ্রার ফ্ল্যাটের ছাদে রিয়া, তাঁর ভাই শৌভিক, হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে নিয়ে প্রায়ই মারিজুয়ানার নেশা করতেন সুশান্ত।






আর রিয়া-শৌভিকের সঙ্গে মা’দক-চক্রের যোগ ইতো’মধ্যেই ইডি ও এনসিবি আধি’কারি’কদের আত’সকা’চের তলায়। তা বাদে বৃহস্পতিবার সিবি’আই ই’ন্দ্রজিৎ চক্র’বর্তীকে যে পাঁচ ঘণ্টা জি’জ্ঞাসাবাদ করে, সেখানেও সম্ভব’ত বিষয়টি নিয়ে প্র’শ্নোত্তর চলে। শোনা যাচ্ছে, ছেলে’র কীর্তি’কলাপ স’ম্পর্কে ওয়া’কিব’হাল ছি’লেন তিনি।






অন্য দিকে ই’ডিকে সুশা’ন্তের বি’জনেস পার্ট’নার জানিয়েছেন, সৌ’রভ গ’ঙ্গোপা’ধ্যায়ের উপর বায়ো’পিক বানানোর পরিকল্পনা ছিল তারকার। সব দেখে প্রয়াতের বাবার আই’নজী’বী বিকা’শ সিংয়ের বক্তব্য, এটি যে আ’ত্মহ’ত্যা নয় সে ব্যাপারে প্রায় নি’শ্চিত সুশান্তের পরিবার।






House search being conducted at Showik Chakraborty’s and Samuel Miranda’s residences as provided under NDPS Act: Narcotics Control Bureau (NCB) https://t.co/EpKDxZEkqK
— ANI (@ANI) September 4, 2020
কিন্তু সংবাদমাধ্যমের একাংশ দাবি করেছে, মু’ম্বই পু’লিশকে বয়ানে সু’শান্তের বাবা জানিয়েছিলেন, ছেলে অবসাদের কারণে আ’ত্মঘা’তী হলেও হতে পারে। তার উপর শ্রুতির আইনজীবীর বক্তব্য, প্রিয়াঙ্কা সিং প্রয়াতের অ্যাকাউন্ট সম্পর্কে কিছু তথ্য চেয়েছিলেন তাঁর মক্কেলের থেকে। তাতে রাজি না হওয়াতেই শ্রুতির বি’রুদ্ধে অ’ভিযোগ আনেন তাঁরা।






‘যদি আমি কোনও কাজ না পাই তাহলে আমি নিজে শর্টফিল্ম বানাবো এবং তাতে অভিনয়ও করব’। সাফল্য এবং ব্যর্থতা কীভাবে তাঁকে প্রভাবিত করে সেই সম্পর্কে কথা বলতে গিয়েই এ কথা বলেছিলেন সুশান্ত। সেই সঙ্গে বলেছিলেন এমন কিছু কাজ করে যেতে চান যাঁর জন্য মানুষ তাকে মনে রাখে।






এছাড়াও তাঁর সংস্থা ইনসাই ভেনচার্স থেকে স্বামী বিবেকানন্দ, মাদার টেরেসা, রবীন্দ্রনাথ ঠাকুর, মহ’ত্মা গা’ন্ধী সহ- বারো জন গুরুত্বপূর্ণ ভারতীয় ব্যক্তিত্বের উপর সিনেমা বানানোর পরিকল্পনা করেছিল। এবং এই সব সিনেমাতেই অভিনয় করার কথা ছিল সুশান্তের।