আয়ের পথ বন্ধ মানুষগুলোকে সরাসরি সহায়তার উদ্যোগ নিয়েছে সরকার। উদ্যোগের অংশ হিসেবে দুই কোটি মানুষকে (৫০ লাখ পরিবার; পরিবার প্রতি চারজন) সরাসরি নগদ টাকা দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।






প্রতি পরিবার নগদ দুই হাজার ৪০০ টাকা করে পাবেন। এজন্য অর্থ মন্ত্রণালয় দু-এক দিনের মধ্যে এক হাজার ২০০ কোটি টাকা ছাড় করবে। পুরো বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় তদারক করছে বলে জানা গেছে।






অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রান্তিক মানুষদের সহায়তা করার ঘোষণা দেন। সে অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে অর্থ মন্ত্রণালয় এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় কাজ শুরু করে।






এ ক্ষেত্রে গরিব, দু:স্থদের চিহ্নিত করতে জে’লা, উপজে’লা পর্যায়ের চেয়ারম্যান, মেম্বারসহ প্রশাসনের সহায়তা নেওয়া হচ্ছে।






আর শহর এলাকার জন্য প্রশাসন ও মন্ত্রণালয়গুলো একসঙ্গে কাজ করছে। সূত্র জানায়, ৫০ লাখ পরিবারে প্রতি পরিবারের সদস্য চারজন হিসেব ধরলে নগদ প্রণোদনার আওতায় আসছে দুই কোটি প্রান্তিক মানুষ।






প্রতি পরিবার মাসে দুই হাজার ৪০০ টাকার নগদ সহায়তা গড়ে প্রতিজন পাবেন ৬০০ টাকা। প্রণোদনার অর্থ সরাসরি চলে যাবে তাদেরও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে অথবা নিজের ব্যাংক অ্যাকাউন্টে। প্রথম কিস্তির টাকা আগামী দু-এক দিনের মধ্যে দেওয়া হতে পারে বলে জানা যায়।





