
একটানা তিন নম্বর দিনের জন্য সিবি’আইয়ের জেরার মুখে রিয়া চক্রবর্তী। সুশান্ত মা’মলার মূল অ’ভিযু’ক্ত এদিন নিজের জু’হুর অ্যাপার্টমেন্ট থেকে সকাল সোয়া দশটা নাগাদ কলিনার ডিআ’রডিও গেস্ট হাউসের উদ্দে’শে রওনা দেন।






রবিবার সকাল ১০.৩০টায় সিবি’আইয়ের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রিয়া চক্রবর্তীকে। নির্দিষ্ট সময়েই সিবিআইযের ডে’রায় হা’জির হন রিয়া চক্রব’র্তী ও তাঁর ভাই শৌভি’ক চক্রবর্তী।






শনিবার দ্বিতীয়বার সিবিআ’ইয়ের প্রশ্নের মুখে পড়েছিলেন রিয়া। গতকাল ৭ ঘন্টা জেরার পর তাঁকে বাড়ি ফেরার অনুমতি দেয় সিবিআই। আ’জ সকালে ফে’র হাজির হওয়ার সমন জা’রি করা হয়েছিল।






Maharashtra: Rhea Chakraborty’s associate Samuel Miranda arrives at the DRDO guest house in Mumbai where the Central Bureau of Investigation (CBI) team probing #SushantSinghRajput‘s death case is staying. pic.twitter.com/pAGZkvgmfI
— ANI (@ANI) August 30, 2020
রিয়ার আগেই ডিআ’রডিও গেস্ট হা’উজে জিজ্ঞাসাবাদের জন্য পৌঁ’ছায় সুশান্তের হাউজ ম্যা’নেজার স্যামুয়েল মি’রান্ডা। যার স’ঙ্গে রিয়ার বেশ কিছু ‘ড্রাগ চ্যাট’ সংবাদমাধ্যমে ফাঁ’স’ হয়ে গিয়েছে।






Maharashtra: Actor Rhea Chakraborty & her brother Showik Chakraborty arrive at DRDO guest house in Santacruz, Mumbai. They are being questioned by Central Bureau of Investigation in actor #SushantSinghRajputDeathCase. pic.twitter.com/XvoDWKovwt
— ANI (@ANI) August 30, 2020
সিবি’আইয়ের পাশাপাশি সুশান্তের মৃ’ত্যু মা’মলায় জো’রগতিতে ত’দন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে এন’সিবিও। ড্রা’গ মা’মলায় ইতি’মধ্যেই মুম্বই’য়ের একা’ধিক জায়’গায় হানা দি’য়ে দু’জন ড্রা’গ ডি’লারকে হেফা’জতে নিয়ে’ছে এন’সিবি বলেও সূ’ত্রের খবর।





