‘স্বপ্নের বাসর’, ‘কোটি টাকার কাবিন, ‘চাচ্চু’, ‘দাদীমা’র মতো জনপ্রিয় ছবির নির্মাতা এফ আই মানিক। মাঝে নির্মাণ থেকে দূরে থাকলেও ফের যোগ দিচ্ছেন নতুন ছবির কাজে। ম’ঙ্গলবার শাপলা মিডিয়া থেকে নতুন চলচ্চিত্রর ব্যাপারে চূড়ান্ত কথা হয়। নাম ঠিক না হওয়া ছবি দিয়েই ফিরছেন গু’ণী এই নির্মাতা। ছবিতে জুটি হবেন শিশুশিল্পী থেকে তারকা খ্যাতি পাওয়া প্রার্থনা ফারদিন দীঘি ও শান্ত খান।






পুরানো প্রস’ঙ্গ টেনে মানিক বলেন, দুই বছর আগে সেলিম খানের একটি ছবি করার কথা ছিল। নায়ক ছিল শাকিব খান। তখন শাকিবও চেয়েছিল আমি ছবিটি করি। কারণ আমা’র একটু গ্যাপ ছিল তাই শাকিব মিটিংয়ে ডেকে বললেন বাবা আপনি ছবিটা করেন। আপনি গ্যাপের পর ছবি করলে সুপারহিট হয়। তখন আমিও সরল মনে ছবিটি করার আগ্রহ দেখাই। ছবির নাম ছিল ‘কিছু মানুষের জীবনে’। একটা পর্যায়ে গিয়ে শাকিব আর সিডিউল দেয়নি।






তিনি বলেন, সিডিউল চাইতে চাইতে একটা সময় আমিও ‘হতাশ হয়ে পরি। আনাড়ি শাকিবকে নৃত্য পরিচালক আজিজ রেজা আমা’র হাতে এনে দেয়। তারপর আড়াই মাস টেনিং করে তাকে তৈরি করি। তাকে দিয়ে অসংখ্য হিট ছবিও উপহার দিয়েছি। সে শাকিব খান কিনা আমাকে সিডিউল দেয় না। ভাবতেও কষ্ট লাগে।তিনি বলেন, ডিপজল একদিন ডেকে পাঁচটি ছবি বানিয়ে দিতো বললেন তখন এক বছরে ছবিগু’লো বানিয়ে দেই। সে সময় ছবিগু’লো সুপারহিট হয়। ততোদিনে শাকিবও স্টার হয়ে যায়। আবারো শাকিব ডেকে ছবির কাজ শুরু করতে বললেন।






তখন দুটি ছবির জন্য তাকে বাসায় গিয়ে টাকাও দিয়ে আসি। তবে শাকিব দুটি ছবিরই সিডিউল বাতিল করে। সেলিম খানের ছবিরও সিডিউল বাতিল করে দেয়। যে ছেলেকে তৈরি করেছি সে শাকিব আমা’র ছবির সাইনিং মানি ফেরত দিয়েছে। সম্পদ বিক্রি করে ও লোন নিয়ে তারকাবহুল সিনেমা ‘জজ ব্যারিস্টার’ নির্মাণ করি। মুক্তির পর ছবিটি পাইরেসি হয়ে যায়। তাতে আমা’র বড় ক্ষ’তি হয়ে যায়। কারণ সব কিছু বিক্রি করে ছবিটি নির্মাণ করি।






আ’ক্ষেপ নিয়ে এফ আই মানিক বলেন, আমা’র পাঁচটা বছর শাকিব শেষ করে দিছে। আমি ধ্বং’স হয়ে গেছি। শাকিবের স’ঙ্গে ২০-২৫টির মতো ছবি হয়েছে। আমা’র সব খবরই সে অবগত তারপরও আমা’র স’ঙ্গে এমন করেছে। যাকে বড় বড় চরিত্র দিয়ে পজিশনে আনলাম সেই আমাকে ফাঁ’সিয়ে দিলো। একবারও মনে হয়নি ছবিটি বাতিল করা ঠিক হবে না। সর্বশেষ ‘দুই পৃথিবী’ ছবির পর থেকে অ্যাকশন কাটের স’ঙ্গে নেই।






আমা’র সাতটি বছর ধ্বং’স হয়ে গেছে। প্রযোজকও বললেন যাকে তৈরি করলেন সে আপনাকে সিডিউল দিলো না। সব সময় শাকিবের ভালো চেয়েছি। কখনো যাতে ও কষ্ট পায় সে রকম কিছু করিনি। আজ আমা’র সব সম্পদ ধ্বং’স হয়ে গেছে, আমি নিঃস্ব। ফের সেলিম খান ডেকে নতুন ছবি দিয়েছে। দেড় দুই মাসের মধ্যে নতুন ছবির শুটিং শুরু করবো।






তিনি বলেন, আমি আর বসে থাকবো না নতুন শাকিব জন্ম দেব। শাকিবের পেছনে আমা’র তো অনেক অবদান ছিল। সেগু’লো বলতে চাই না নিজেরই খারাপ লাগে। শাকিবের কাছে আমি তো কিছু চাইনি। তারপরও সে এমন কেন করলো? আমি চাই শাকিব ইন্ডাস্ট্রিতে কাজ করুক। সে যেটা করেছে তার করা উচিত হয়নি। বর্তমানে চলচ্চিত্রর অবস্থা ভালো না। চলচ্চিত্রর এই দূর সময়েও শাকিব নীরব। তার উচিত ছিল সবাইকে ডেকে নতুন ছবি নির্মাণের পরিকল্পনা করা।






দীর্ঘ পাঁচ মাস ধরে সিনেমা হল বন্ধ। অনেক হলই নতুন করে খুলবে না। এমন অবস্থায় অনেকেই ডিজিটাল মাধ্যমের জন্য নির্মাণের কথা ভাবছেন। বিসয়টি নিয়ে গু’ণী এই নির্মাতা বলেন, একটা সময় কিন্তু ডিজিটাল মাধ্যমেই সিনেমা মুক্তি পাবে। তবে একটু সময় লাগবে। অনলাইনের জন্য সিনেমা নির্মাণ করলে অল্প বাজেটে সিনেমা নির্মাণ করতে হবে।






চলচ্চিত্রর সুদিন ফেরাতে সবারই এগিয়ে আসতে হবে।এফ আই মানিক মনে করেন, কাজী হায়াত, মালেক আফসারী, তিনিসহ চলচ্চিত্রর গু’ণী নির্মাতারা এগিয়ে আসলেই ফের চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। এফ আই মানিক পরিচালিত মুক্তির অ’পেক্ষায় আছে তারকাবহুল সিনেমা ‘এ দেশ তোমা’র আমা’র’। এই নির্মাতা জানান, সিনেমা হল খুললেই ছবিটি মুক্তি দেয়া হবে।