সারাক্ষণ কামরুল-শিফা এক সঙ্গে থাকতো। লেখাপড়াও ছিলো ভালো। ভাই-বোন মিলে একসঙ্গ পড়তে যেতো। কিন্তু হঠাৎ করেই তারা দুজন নি’খোঁ’জ হয়ে যায়। অনেক খোঁ’জাখু’জির পর না পেয়ে তাদের বাবা এলাকায় মাই’কিংও করেন।






অবশেষ রাতে দুজনের র’ক্তা’ক্ত লা’শ পাওয়া গেলো নি’জ ঘরের খাটের নিচে। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিজ ঘরের খাটের নিচ থেকে দুই শিশুর র’ক্তা’ক্ত লা’শ উ’দ্ধা’র করেছে পু’লিশ।






মৃ’তরা হলেন সলিমাবাদ গ্রামের কামাল উদ্দিনের ছেলে কামরুল ইস’লাম (১০) ও মেয়ে শিফা আক্তার (১৪)। সোমবার রাতে উপজে’লার সলিমাবাদ এলাকার মোস্তাফা মিয়ার বাড়ি থেকে তাদের লা’শ উ’দ্ধা’র করা হয়।






নি”হত সেফা নবম ও কামরুল ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করত। তবে তাৎক্ষণিকভাবে মৃ’ত্যুর সঠিক কারণ জানাতে পারেনি পু’লিশ।ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সার্কেলের অ’তিরিক্ত পু’লিশ সুপার মো. মকবুল হোসেন জানান, নি’হত দুই ভাই বো’নের র’ক্তা’ক্ত লা’শ উ’দ্ধার করে ময়’নাত’দ’ন্তের জন্য জে’লা সদর হাসপাতা’লের ম’র্গে’ পাঠানো হয়েছে।





