প্রা’ণঘাতী করো’নভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক এস আই টুটুল। করো’নায় আ’ক্রান্তের বিষয়টি তিনি নিজেই ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন। তিনদিন আগে করো’নার প’রীক্ষা করে তিনি তার আ’ক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছে।






আজ (শুক্রবার) এস আই টুটুল তার ভেরিফাইয়েড ফেসবুক পেজে লেখেন, তিন দিন আগে আমি করো’না টেস্ট করিয়েছি এবং টেস্ট এর রেজাল্ট পজিটিভ এসেছে। এখন বাসায় আ’ইসো’লেশন এ আছি। আ’ল্লা’হ পাকের এই পরীক্ষায় জানি না পাশ করবো কিনা? সবাই আমা’র জন্য একটু দোয়া করো।






আ’মার জানা অজানা ভুল ত্রু’টিগুলো ক্ষ’মা করে দিও। তিনি আরো লেখেন, তোমাদের সবার উপর মহান প্রতি’পালক এর কাছ থেকে শা’ন্তি ও র’হমত নেমে আ’সুক। আমি আমা’র প্রতিটি নামাজে সবার জন্যেই দোয়া করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।’





