গণস্বাস্থ্য কে’ন্দ্রের প্রতি’ষ্ঠাতা ও বি’শিষ্ট মু’ক্তি’যোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বি’রুদ্ধে ধ’র্ম অবমাননার মা’মলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রামের একটি আদালতে এই মা’মলা দায়ের করা হয়।






বিপ্লব পার্থ নামে স্থানীয় এক সাংবাদিক বেলা সাড়ে ১১টার দিকে বিচারক আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে (সিএমএম আদালত-২) মা’মলাটি দায়ের করেন। তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।






বিপ্লব পার্থ বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সম্প্রতি এক সমাবেশে সনাতন ধর্ম, ধর্মগ্রন্থ ও হিন্দু ধর্মের প্রবর্তক রামকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। তিনি রামায়ণ ও মহাভারত নিয়ে কটূক্তি করেছেন।






এসব ধর্মগ্রন্থ নাকি মিথ্যাচার ও প্ররোচনায় ভরপুর? যা দেশের কোটি সনাতন ধর্মাবলম্বীদের মনে আঘাত দিয়েছে।’ তিনি আরও জানান, আদালত বিকেলে এ বিষয়ে আদেশ দেবেন।