Breaking News
Home / সারা দেশ / লোকটি মৃ’ত নয় জী’বিত, তিনি বাবা নয় চাচা, ঘটে গেলো এক দুঃখ জনক ঘটনা

লোকটি মৃ’ত নয় জী’বিত, তিনি বাবা নয় চাচা, ঘটে গেলো এক দুঃখ জনক ঘটনা

Advertisement
Advertisement

দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে সুখেই কাটছিল শাহজাহান আর বেলী বেগম দম্পতির সংসার। একটি দু’র্ঘটনা তছনছ করে দিয়েছে তাদের সুখের সংসার। সাত বছরের শিশুসন্তান বুলবুলি আর মা বেলী সড়ক দু’র্ঘটনায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।

ম’ঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুরের ছনধ’রা ইউনিয়নের বাশাটি গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে পড়ে শিশুসহ আট’জন নি’হত হন। এ দু’র্ঘটনায় স্ত্রী ও শিশুসন্তানকে হারিয়েছেন ভালুকা উপজে’লার বিরুনিয়া ইউনিয়নের বাকশিবাড়ি গ্রামের শাহজাহান (৪০)।

স্ত্রী-সন্তান, ভাই ও আ’ত্মীয়দের নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজে’লায় খালাতো ভাইয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন তিনি। নিজের প্রাণ বাঁচলেও স্ত্রী ও আদরের শিশুসন্তানকে হারিয়েছেন তিনি।

তবে এই দু’র্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়। যেটি সবার হৃদয় ছুঁয়ে যায়। ছবির দৃশ্য সবাইকে কান্নায় ভাসিয়ে দেয়। বাবা শাহজাহান ও মেয়ে বুলবুলি ভেবে হৃদয়স্পর্শী ছবিটি শেয়ার করেন অনেকেই। কেউ কেউ বলেছেন বাবা-মেয়ে দুইজনের মা’রা গেছেন। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েন অনেকে।

এ অবস্থায় জাগো নিউজের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, ভাইরাল হওয়া ছবিটি বাবা-মেয়ের নয়। ছবিটি চাচা-ভাতিজির। তবে বুলবুলি মা’রা গেলেও তার বাবা শাহজাহান জীবিত আছেন। তিনি দু’র্ঘটনায় আ’হত হয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, বুলবুলির চাচা শারফুলের (৩৬) কোনো সন্তান নেই। এজন্য ভাই শাহজাহানের মেয়ে বুলবুলিকে নিজের মেয়ের মতো আদর-যত্ন করতেন চাচা শারফুল। নালিতাবাড়ী উপজে’লায় খালাতো ভাইয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন তিনিও। একই গাড়িতে ছিলেন তারা সবাই।

দু’র্ঘটনার পর জীবিত অবস্থায় ফিরে দেখেন আদরের ভাতিজিকে মৃ’ত অবস্থায় উ’দ্ধার করা হয়েছে। লা’শ দেখেই আহাজারি শুরু করেন তিনি। বুলবুলির লা’শ বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়েন তিনি। এই কান্নার দৃশ্য সবার হৃদয় ছুঁয়ে যায়। দৃশ্য দেখে সবাই মনে ভেবেছিলেন বাবা-মেয়ে। পরে জানা গেল চাচা-ভাতিজি।

Advertisement
Advertisement

Check Also

গোসল করতে গিয়ে মিললো ক’ঙ্কাল, বাবা বললেন- ‘এইতো আমার মেয়ে’

Advertisement তিন মাস আগে নানাবাড়িতে বেড়াতে গিয়ে নি’খোঁজ হন কলেজছাত্রী মিম খাতুন (১৮)। শনিবার সন্ধ্যায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!