মুম্বাইয়ে হিন্দি সিনেমার বিখ্যাত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের গ’ত হয়েছে ১৪ ই জুন। তার মুম্বাইয়ের নিজের ফ্ল্যাটে আ’ত্ম’ঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমানে ধ’রা হয়েছে। সুশান্তের ঘটনার সাথে জড়িয়েছে অনেক বড় বড় মানুষের নাম। সুশান্তের প্রাক্তন প্রেমিকার রিয়া চক্রবর্তী থেকে করান জহার সবারই নামে উঠে এসেছে এই প্রসঙ্গে।






বলিউডে যে সমস্ত পরিচালকের নামে স্বজনপোষণের অ’ভিযোগ উঠে এসেছে তার মধ্যে অন্যতম ছিলেন কারণ জোহার। ২ মাস পর তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করলেন কারণ জোহার। কারণ জোহার তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সুশান্তের একটি ছবি পোস্ট করে লিখেছেন সুশান্ত সিং রাজপুতের বিদায় নেওয়া তার কাছে একটা বড় শিক্ষা।






এ ছাড়াও আজ ইনস্টাগ্রামে সুশান্তের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন কারন জোহার। ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর পরিচালিক লিখেছেন, ‘গত এক বছর তোমার সঙ্গে যোগাযোগ না-থাকার জন্য আমি নিজেকেই দোষ দিয়ে থাকি…এখন আমা’র মনে হয়, তোমার মতো মানুষগুলির প্রতিদিনের জীবনের অভিজ্ঞতা শেয়ার করা উচিত কিন্তু আমি তা করিনি,ভবিষ্যতে এমন ভুল আর হবে না।






আম'রা খুবই উদ্যমী এবং কোলাহলপূর্ণ জীবন কা’টাই।কিন্তু বাস্তবে আম'রা খুবই একা। আম'রা কেউ কেউ নীরবে এর মধ্যে ডুবে যাই। আমা’দের শুধু সম্পর্ক গড়লেই হবে না, তাকে নিবিড় ভাবে রক্ষাও করতে হবে। সুশান্তের এই দুর্ভাগ্যজনক বিদায় আমা’র কাছে একটা শিক্ষা। তোমার ছড়িয়ে পড়া হাসি ও নিবিড় আলিঙ্গনকে মিস করব।’






সুশান্ত ফ্যানদের একাংশের মতে কাই পো চে’, ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ এবং ‘ছিছোড়ে’র মতো ছবি করা সত্বেও সুশান্ত সিং রাজপুত বলিউডে একটা বিশেষ স্থান পাননি। হয়তো বিভিন্ন পরিচালকদের স্বজনপোষণের জন্য এমন ঘটনা সম্ভব হয়েছে।





