
ভোরে লা’শ পাঠিয়ে দুপুরে মিষ্টি পাঠাল ভারতীয় সী’মান্তর’ক্ষী বাহিনী (বিএসএফ)। এ যেন ‘গরু মে’রে জুতা দান’। ভারতের স্বাধীনতা দিবসের দিন বিএসএফ হিলি সী’মান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) উপহার হিসেবে মিষ্টি দিয়েছে। অথচ একই দিন কুষ্টিয়ার দৌলতপুর সী’মান্তে কাশেম (৩৫) নামে বাংলাদেশিকে গু’লি করে মে’রেছে তারা।






জানা গেছে, শনিবার (১৫ আগস্ট) ভোরের দিকে উপজে’লার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সী’মান্তের ওপারে ভারত ভূ-খণ্ডের জলঙ্গী থা’নার ১৩নং মাজদিয়াড় নামক এলাকায় বিএসএফের গু’লিতে কাশেম মা’রা যান। তিনি দৌলতপুর উপজে’লার চল্লিশপাড়া সীমান্ত এলাকার আব্দুর রহমানের ছেলে।






রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, কাশেম অ’বৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে মুর্শিদাবাদ জে’লার জলঙ্গী বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে লক্ষ করে গু’লি করলে তিনি গু’লিবিদ্ধ হয়ে মা’রা যান। পরে তার লা’শ বিএসএফ নিজ ক্যাম্পে নিয়ে যায়।






এ বি’ষয়ে ৪৭ বিজিবি ব্যা’টালিয়ন অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি কমান্ডার নায়েক সুবেদার মহিউদ্দিন জানান, অ’বৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ১৫৭/১৩(এস) সীমান্ত পিলারের নিকট ভারত ভূ-খণ্ডে বিএসএফ’র গু’লিতে একজন নি’হত হওয়ার খবর শুনেছি। তবে আমা’দের কাছে কেউ এ বি’ষয়ে কেউ অ’ভিযোগ করেনি।






অন্যদিকে শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টার দিকে হিলি সী’মান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার শ্রী বালেরাও বাংলাদেশ হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াস আলীর হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। বিজিবির পক্ষ থেকেও মিষ্টি উপহার দিয়ে বিএসএফকে শুভেচ্ছা জানানো হয়।





