গোপালগঞ্জের কোটালীপাড়া উপজে’লায় ভাইয়ের মেয়ের বিয়েতে শটগানের ফাঁ’কা গু’লিবর্ষণ করে উল্লাস করেছে চাচা মো. কাবুল। উপজে’লার টুপুরিয়া গ্রামে কাবুলের ভাই নান্নু শেখের মেয়ে শিলা খানমের বিয়েতে এ অভিনব ঘটনা ঘটে।






সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শ’টগা’নের ফাঁ’কা গু’লি নি’ক্ষেপের ভিডিওটি শুক্রবার আপলোড করেন মো. কাবুল। সেখানে তিনি লিখেছেন, ‘ভাতিজির বিয়েতে ব’ন্দুক ফুটিয়ে আনন্দ উৎসব।’






পোস্ট করা ছয় সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মো. কাবুল শটগান দিয়ে এক রাউন্ড গু’লিবর্ষণ করে আনন্দ-উল্লাস করছেন। এ নিয়ে ফেসবুকে স’মালো’চনার ঝড় ওঠে।






স্থানীয় সূত্র জানায়, ৩ আগস্ট কাবুলের ভাই নান্নু শেখের মেয়ে শিলা খানমের সঙ্গে চৌরখুলী গ্রামের এস্কান্দার ভূঁইয়ার ছেলে সবুজ ভূঁইয়ার বিয়ে হয়। বিয়ের দিন বর আসার পর শট’গান দিয়ে এক রাউ’ন্ড ফাঁ’কা গু’লিবর্ষণ করে আনন্দ-উল্লাস প্রকাশ করেন কাবুল।






এ বি’ষয়ে মো. কাবুল বলেন, ব’ন্দুক’টি বীরবিক্রম হেমায়েত উদ্দিনের। হেমায়েত উদ্দিনের মৃ’ত্যুর পর তার ছেলে নান্নু নিজের নামে লাইসেন্স করে ব’ন্দুকটি রেখেছেন। এটি একটি বৈধ ব’ন্দুক। নান্নুর মেয়ের বিয়েতে আনন্দ-উৎসব করার জন্য আম'রা এক রা’উন্ড গু’লি ফুটি’য়েছি মাত্র।






ঘটনার সত্যতা নিশ্চিত করে কো’টালী’পাড়া থা’না পু’লিশের ওসি শেখ লুৎফর রহমান বলেন, ওই ভিডিও আম'রা দেখেছি। বি’ষয়টি খ’তিয়ে দে’খছি আম'রা।





