Breaking News
Home / বিনোদন / যে কারণে অভিনয় থেকে বিরতি নিলেন সঞ্জয় দত্ত

যে কারণে অভিনয় থেকে বিরতি নিলেন সঞ্জয় দত্ত

Advertisement

বিনোদন ডেস্ক : চিকিৎসার জন্য অ’ভিনয় থেকে সাময়িকভাবে বিরতিতে যাওয়ার ঘোষণা দিলেন বলিউডের জনপ্রিয় অ’ভিনেতা সঞ্জয় দত্ত। ম’ঙ্গলবার বিকালে এক টুইটে সঞ্জয় দত্ত একথা বলেন। টুইটে তিনি লিখেছেন, চিকিৎসার জন্য কাজ থেকে শর্ট ব্রেক নিচ্ছি।

আমা’র পরিবার ও বন্ধুরা আমা’র স’ঙ্গে রয়েছেন। আর সবাইকে অনুরোধ করছি, অযৌ’ক্তিক কল্পনা-জল্পনা করবেন না। খুব শিগগির ফিরে আসছি। এর আগে গত ৮ আগস্ট সন্ধ্যায় শ্বা’সক’ষ্টের সমস্যা দেখা দিলে সঞ্জয় দত্তকে হাসপাতা’লে ভর্তি করা হয়। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার হাসপাতা’ল থেকে বাসায় ফিরেছেন তিনি। গু’ঞ্জন উঠেছিল, সঞ্জয় করো’’নায় আ’ক্রা’ন্ত হয়েছেন। তবে দায়িত্বরত চিকিৎসকরা এই গু’ঞ্জন উড়িয়ে দেন। শুধু তাই নয়, সঞ্জয়ের করো’’না টেস্ট নেগেটিভ এসেছে। সঞ্জয় দত্তের পরবর্তী সিনেমা ‘সড়ক টু’। আগামী ২৮ আগস্ট ডিসনি-হটস্টারে মুক্তি পাবে এটি।

Advertisement
Advertisement

Check Also

তোর মতো ছেলে পেয়ে আমি ধন্য: শ্রাবন্তী

Advertisement বর্তমানে চর্চায় উঠে এসেছেন টলিউডের অ’ভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার বর্তমান স্বামীর স’ঙ্গে ফের সম্পর্কের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!