লাগাতার সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন নিত্য নতুন প্রতিভা উঠে আসে। রোজ নতুন নতুন প্রতিভা দেখার সুযোগ পায় আম'রা সোশ্যাল মিডিয়ার দ্বারা। হয়তো আমা’দের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যারা প্রতিভাবান কিন্তু তাদের প্রতিভা দেখানোর সঠিক সুযোগ এসে পৌঁছয়নি।






কখনো আবার কাজের চা’পে সংসারের চা’পে সর্বোপরি পরিস্থিতির চা’পে অনেক প্রতিভায় বিলু’প্ত হয়ে যায় আবার অনেক সময় অনেক সুপ্ত প্রতিভা খুব ছোটখাটো ঘটনার মধ্য দিয়ে উঠে আসে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে।






ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ছোট্ট শিশু খুবই মুগ্ধ একটি গান গাইছে। গানটি হল বর্ডা’র সিনেমার সেই বিখ্যাত গান “সন্দেশে আতি হে”। পর’নে রয়েছে স্কুল ইউনিফর্ম। স্কুল ইউনিফর্ম এই ওই ছোট্ট ছেলেটি একটি দেশা’ত্ম’বোধক গান সকলের সামনে খুবই সুন্দরভাবে উপস্থাপন করে চলেছে।






গান এবং শিশুর মধ্যে একটি অদ্ভুত মিল লক্ষ্য করা যায়। গানের স্নি’গ্ধতা এবং শিশুর সারল্য মুহূর্তের মধ্যে আমা’দের মন জয় করে নিতে পারে। আবার যদি হয় এই দুটোর মেলব’ন্ধন তাহলে তো সেটা মুগ্ধকর হবেই। ওই ছোট্ট শিশুটি স্কুল ইউনিফর্মে গানটি গেয়ে চলেছে তাকে ঘিরে রয়েছে বহু শ্রোতা।






ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিও জুড়ে উপচে পড়েছে লাইক কমেন্ট ভিউ। একটি ছোট্ট ছেলে এত সুন্দর করে দেশপ্রেম জাগিয়ে তুলেছে, যা সকলকেই অবাক করেছে। সকলকে বাধ্য করেছে একবারের জন্য হলেও ভারত মাতার জন্য দেশের সৈ’নিক’দের নিঃস্বা’র্থ ব’লিদা’নের কথা ভাবতে।





