এ বছরে এসএসসির ফলাফল হয়েছিল গত ৩১ মে। উম্মুক্ত বিশ্বিবদ্যালয়ের অধীনস্থ বিদ্যালয়গুলোর ফলাফল হয়েছে গতকাল। এই ফলাফলে পাস করেছে মা ও ছে’লে। মা মানেক পুতি চাকমা পাস করেছে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় থেকে।






মানবিক বিভাগ থেকে তিনি জিপিএ ৩.১৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন মানেক পুতি। তার ছে’লে সুমেন চাকমা লোগাং উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সেও জিপিএ ২.৮৯ পেয়ে উত্তীর্ণ হয়েছে। জানা যায়, সুমেনের মা ২নম্বর চেংগী ইউপির ১,২ ও ৩ নম্বর সংরক্ষিত আসনের নারী সদস্য।






পানছড়ির রত্নসেন পাড়ার সুলেন্দু বিকাশ চাকমা’র সহধ’র্মি’নী মানেক পুতি জানায়, কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প এনজিওতে তিনি কাজ করছেন ২০১৪ সাল থেকে। এনজিওতে চাকরি করে যাওয়ার স্বপ্ন নিয়ে ডিগ্রি পর্যন্ত লেখাপড়া চা’লিয়ে ছে’লেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখছেন।






ছে’লে সুমেন চাকমা জানায়, মায়ের পড়ালেখার আগ্রহ তার খুব ভালো লাগে। মায়ের ডিগ্রি অর্জনের পাশাপাশি তারও উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন রয়েছে। মা ও ছে’লে পাশের বি’ষয়টি নিশ্চিত করেন।





