ছোটপর্দার বেশ জনপ্রিয় নাম ইমন বা পাখী। তাঁকে চেনেন অনেকেই। ধারাবাহিকে এই দুই চরিত্রই বেশ জনপ্রিয় হয়েছিল। সৌজন্যে, মধুমিতা সরকার (madhumita sarkar)। বাংলা টেলিভিশন জগতে দীর্ঘদিন ধরে অভিনয় করছেন তিনি। এতদিনে রীতিমতো পরিচিত মুখ হয়ে উঠেছেন মধুমিতা।






কিছুদিন হল টেলিজগতের গণ্ডি পেরিয়ে বড়পর্দায় পা রেখেছেন তিনি। পাশাপাশি নিজের সেই চেনা-পরিচিত ইমেজটাও ঝেড়ে ফেলার চেষ্টা চালাচ্ছেন। তবে অভিনয়ের পাশাপাশি ফটোশুট করতেও বেশ পছন্দ করেন মধুমিতা। সে কোথাও ঘুরতে গিয়েই হোক বা নিছক কোনো অনুষ্ঠানের জন্য, বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলতে বরাবরই বেশ ভালবাসেন অভিনেত্রী।






তাঁর ইনস্টা হ্যান্ডেলে উঁকি দিলেই দিব্যি বোঝা যাবে তা। সম্প্রতি তেমনই কয়েকটি ফটোশুট করেছেন মধুমিতা। কালো পোশাকে রীতিমতো মোহময়ী দেখাচ্ছে তাঁকে। সেই সঙ্গে নিজের প্রথম ট্যাটুর এক ঝলকও অনুরাগীদের দেখিয়েছেন তিনি। তারকা ফটোগ্রাফার তথাগত ঘোষের ক্যামেরাবন্দি হয়েছেন মধুমিতা। এই নতুন ফটোশুটের ছবি এখন রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়।






এর আগে সুইমিং পুলে উষ্ণতার পারদ চড়াতে দেখা গিয়েছিল মধুমিতাকে। পুরনো হলেও বেশ ভাইরাল হয়েছিল ছবিগুলি। ৬০ হাজারের ওপর লাইক পড়েছিল দুটি ছবিতেই। প্রসঙ্গত, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় অর্জুন চক্রবর্তী ও মধুমিতা সরকার অভিনীত ‘লভ আজ কাল পরশু’।






বড়পর্দায় অভিনেত্রী হিসাবে এটাই প্রথম ছবি মধুমিতার। অ’পরদিকে কমার্শিয়াল হিরো হিসাবে অর্জুনেরও এটাই প্রথম ছবি। তাই ছবির প্রচার হয়েছিল বেশ তোড়জোড় করেই। নিজের নিজের সোশ্যাল মিডিয়া সাইটেও ভাল মতোই ছবির প্রচার করেছিলেন অর্জুন ও মধুমিতা। ছবি মুক্তি পাওয়ার পর ভালই প্রতিক্রিয়া পায় সিনেপ্রেমীদের কাছ থেকে।





