করো’না পরিস্থিতিতে বর্তমানে যো’গাযোগের জন্য ফে’সবুকের মেসে’ঞ্জার ব্যব’হার বেড়েছে। ফেসবু’কের প’ক্ষ থেকে মেসেঞ্জারে নতুন প্রাই’ভেসি নিয়ন্ত্রণ সুবিধা ‘যুক্ত করা হচ্ছে, যা ব্য’বহারকারীকে পাঠানো বার্তা নিয়ন্ত্র’ণের সুবিধা দেবে। এছাড়া মেসেঞ্জার অ্যাপে নতুন সেটিংস পরীক্ষা চালাবে ফেসবুক।






এতে মেসেঞ্জারে প’ছন্দ অনুযায়ী কল ও বার্তার আ’সার বিষয়ে সি’দ্ধান্ত নিতে পারবেন ব্যবহা’রকারী। ফেস’বুকের পক্ষ থে’কে জানানো হয়েছে, ইনস্টাগ্রামে বর্তমানে চালু থাকা ফিচারের মতোই ফেসবুকে নতুন ফিচার মেসেঞ্জারে আনা হবে। ডিসেম্বর নাগাদ মেসে’ঞ্জারে আরও বেশি নি’য়ন্ত্রণ থাক’বে ব্যব’হারকারীর হাতে।






ফেসবু’কে বন্ধু নয়, এম’ন কেউ মেসেঞ্জা’রে কো’নো ছবি পাঠালে তা স্বয়ংক্রি’য়ভাবে ঝাপসা করে দেবে ফে’সবুক। অনাকা’ঙ্ক্ষিত ব্যক্তির কাছ থেকে ফেসবুকে ছবি বা বার্তা পাঠিয়ে বিব্রত করা বন্ধ হবে এতে। ফেসবুকের পক্ষ থেকে ‘অ্যাপ লক’ ফি’চারটিও আনুষ্ঠা’নিকভাবে উন্মু’ক্ত করা হচ্ছে।






এ’তে মেসেঞ্জার চ্যাটে বাড়তি আরেক স্তরের নিরাপত্তা যুক্ত হবে। এ পদ্ধতিতে মে’সেঞ্জার চ্যাট লক ক’রে রাখা যাবে। মে’সেঞ্জারে ঢুক’তে হলে ফে’স বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হবে। এ ফি’চারটি ইতোমধ্যে আইওএস প্ল্যাটফর্মে চালু হয়েছে। শি’গগিরই অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও এ সুবিধা যুক্ত হবে।





