ক’রোনাভাই’রাস (কোভিড-১৯) সংক্র’মণ পরি’স্থিতির মধ্যে আসন্ন ঈদুল আ’জহার ৫ দিন আগে থেকে এবং ঈ’দের তিনদিন পর পর্যন্ত মোট ৯ দিন গণপরি’বহন বন্ধ রাখা’র সিদ্ধা’ন্ত নি’য়েছে সর’কার। এই ৯ দিন গণ’পরিবহন ব’ন্ধ রাখার নির্দেশ’না দিয়ে মন্ত্রি’পরিষদ বি’ভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণা’লয় ও বিভা’গের কাছে চিঠি পাঠানো হয়েছে।






এমন নি’র্দেশনা চিঠি পাও’য়ার কথা গণমাধ্য’মে স্বী’কার করেছে’ন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মা’হমুদ চৌধুরী। বুধ’বার সচি’বালয়ে ঈদুল আ’জহা উপল’ক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রী’দের নিরাপ’ত্তা নিশ্চি’তক’রণসহ কর্মপন্থা নির্ধা’রণ সংক্রা’ন্ত বৈঠকের শুরুতে প্রতি’মন্ত্রী বলেন,






‘ঈদের ৫ দিন আগে থেকে এবং ঈদের পরে ‘তি’নদিন গণপ’রিবহন বন্ধ রাখার বিষয়ে একটি প্রজ্ঞা’পন আম'রা পেয়ে’ছি। মিটিং করে সেই আলোকেই আম'রা পদ’ক্ষেপ গ্রহণ করব।’ তিনি বলেন, ‘যারা ঈদে বাড়ি যেতে চায় তাদের ঈদের পাচঁ দিন আগেই যেতে হবে। যারা আসতে চায় তাদের তিন দিন পরেই আসতে হবে।’






অ’পরদিকে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ প্রতিরোধের লক্ষ্যে আসন্ন ঈদের সময় জনগণের চলাচল সীমাবদ্ধ করতে ঈদুল আজহার ৫ দিন আগে থেকে ও ঈদের ৩ দিন পর পর্যন্ত গণপরিবহন বন্ধ রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানের কাছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে।





