করো’নার কারণে মহামারি পরিস্থিতি তৈরি হওয়ায় অনেক দেশই পর্যটকদের জন্য দরজা বন্ধ রেখেছে। ফলে চাইলেও এখন পর্যটকরা বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারছেন না।






কিন্তু এর ব্যতিক্রম উজবেকিস্তান। দেশটি জোর দিয়েই বলছে যে, তাদের দেশে যেসব পর্যটক ঘুরতে যাবেন তারা করো’নায় আক্রান্ত হবেন না। যদিও বা আক্রান্ত হন তবে আক্রান্ত ব্যক্তিকে ৩ হাজার মার্কি ডলার দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।






বিশ্বজুড়ে করো’নার প্রকোপ শুরুর পরপরই দেশজুড়ে লকডাউন জারি করে উজবেকিস্তান। কঠোরভাবে বিধি-নিষেধ আরোপের ফলে দেশটিতে এখন পর্যন্ত মাত্র ১৯ জন করো’নায় আক্রান্ত হয়ে মা’রা গেছে।






বিশ্বব্যাপী করো’নার যে বিপর্যয় ঘটেছে সেখানে উজবেকিস্তান খুব ভালোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। এর সুফলও পেয়েছে দেশটি। ৩ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশটিতে এখন পর্যন্ত করো’নায় আক্রান্ত হয়েছে ৭ হাজার ৮১৩ জন।






দেশটি ইতোমধ্যেই ‘সেফ ট্রাভেল গ্যারান্টেড’ ক্যাম্পেইন শুরু করেছে। এই ক্যাম্পেইনের আওতায় কেউ উজবেকিস্তানে ভ্রমণ করতে গিয়ে করো’নায় আক্রান্ত হলে তাকে ৩ হাজার মা’র্কিন ডলার দেওয়া হবে।






মঙ্গলবার এ সংক্রান্ত এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিইয়োইয়েভ। দেশটিতে করো’নায় আক্রান্ত হলে চিকিৎসা বাবদ খরচ হয় প্রায় ৩ হাজার মা’র্কিন ডলার। সে কারণেই সেখানে ঘুরতে গিয়ে কেউ করো’নায় আক্রান্ত হলে এই পরিমাণ অর্থ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।





