
অ’ভিনেতা সুশান্ত সিংহের মৃ’ত্যুর ঘটনায় সিবিআই ত’দন্তের দাবি জানালেন বিজেপি-র রাজ্যসভা’র সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। এই অ’ভিনেত্রীর ট্যুইট, ‘কী’ভাবে এরকম একটি উজ্জ্বল মন মেধাবী ব্যক্তিদের মতো কাজ করার বদলে বিকল্প পথ বেছে নিল,






সেটা ভেবে আমি বিচলিত। বাধা পেরিয়েই তো এগিয়ে যেতে হয়। ওর এই পরিণতির জন্য অনেকজনকে জবাবদিহি করতে হবে।’পরের ট্যুইটে রূপা লিখেছেন, ‘এরকম একজন ইতিবাচক ব্যক্তি এই পদক্ষেপ নিতে পারে, এটা নিয়ে না ভেবে আম’রা কি একজন শিল্পীর আত্মহ’ত্যা নিয়ে বেশি আলোচনা করছি?’






পরবর্তী ট্যুইটে রূপা লিখেছেন, ‘পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়াই বুদ্ধিমত্তা। আম’রা কি করে দায় এড়িয়ে একটি উজ্জ্বল মনের অধিকারী ব্যক্তির এভাবে চলে যাওয়া মেনে নিচ্ছি? আমা’র অবিশ্বা’স বাস্তবকে ছাপিয়ে যাচ্ছে। তাই প্রশ্নের উত্তর দিতেই হবে।’






এরপর একাধিক নথি দিয়ে রূপা দাবি করেছেন, সুশান্তের আত্মহ’ত্যা নিয়ে স’ন্দেহ রয়েছে। হয়তো তাঁকে খু’ন করা হয়েছে। সেই কারণেই তিনি সিবিআই ত’দন্তের দাবি জানিয়েছেন।
It’s unacceptable as to how such a bubbly and positive soul is put out.#cbiforsushant #roopaganuly #unionhomeministeramitshah pic.twitter.com/DwPmGL1eT5
— Roopa Ganguly (@RoopaSpeaks) June 22, 2020






It’s unsettling as to how such a brilliant mind could be driven to this alternative than one that brilliant people do, that is work around the hurdles ! There are people answerable for this result.#cbiforsushant #roopaganguly pic.twitter.com/OCapPnQZgg
— Roopa Ganguly (@RoopaSpeaks) June 22, 2020